বিনোদন ডেস্ক : বলিউডের গুণী পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে উঠল যৌন হয়রানির অভিযোগ। বলিউডের বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ এই অভিযোগ তুলেছেন। তিনি তাকে যৌন হয়রানির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিচারও দাবি করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অনুরাগের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন পায়েল। এরপর তিনি তার টুইটার অ্যাকাউন্ট থেকে এ বিষয় টুইট করেন। গতকাল শনিবার টুইটে পায়েল লেখেন, ‘অনুরাগ কাশ্যপ খুব খারাপভাবে, জোর করে আমার সঙ্গে যৌন সম্পর্ক করতে চেয়েছেন। নরেন্দ্র মোদিজি, দয়া করে কিছু করুন। লোকে জানতে পারুক সৃজনশীল মানুষের আড়ালে কোনো রাক্ষস লুকিয়ে রয়েছে। জানি আমার ক্ষতি হতে পারে। আমার নিরাপত্তার ঝুঁকি রয়েছে। দয়া করে সাহায্য করুন।’
তার আগে এবিএন তেলেগু নামক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পায়েল ঘোষ দাবি করেন, তাকে একটি ঘরে নিয়ে গিয়ে নিজের প্যান্টের চেন খুলে ফেলেন অনুরাগ। তারপর অনুরাগ তার সালওয়ার কামিজ খুলতে যান। তিনি তাতে বাধা দিতে গেলে অনুরাগ তাকে বলেন যে, এটা বড় কোনো ব্যাপার নয়। হুমা কুরেশি, রিচা চাড্ডা, মাহি গিলদের ফোন করলেই চলে আসে। কিন্তু তাতেও অনুরাগের সঙ্গে শীরিরিক সম্পর্ক করতে রাজি হননি পায়েল এবং তিনি সেখান থেকে চলে যান বলে দাবি করেছেন।
পায়েলের সাক্ষাৎকার ও টুইটের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অনুরাগের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তাকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন অনেকেই। এ দলে রয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতও। তিনি পায়েলের টুইট শেয়ার দিয়ে ‘মি টু’ হ্যাশট্যাগ ব্যবহার করে অনুরাগের গ্রেপ্তারির দাবি জানিয়েছেন।
এদিকে, মুখ বন্ধ করে নেই অনুরাগ কাশ্যপও। তিনি পায়েলের টুইটের জবাবে একাধিক টুইট করেছেন। একটি টুইটে তিনি লেখেন, ‘বাহ! আমায় চুপ করানোর জন্য এত সময় লাগল। ঠিক আছে। সেই চেষ্টায় আপনি নিজে মহিলা হওয়া সত্ত্বেও অন্য মহিলাদের টেনে এনেছেন। কিছু সীমা বজায় রাখুন ম্যাডাম। আমি শুধু বলব, আপনার সব অভিযোগ ভিত্তিহীন।’
বলিউডের নামকরা পরিচালক অনুরাগ কাশ্যপ ‘দেব ডি’, ‘গুলাল’, ‘বম্বে টকিজ’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’,‘বোম্বে ভেলভেট’ এর মতো ছবি পরিচালনা করেছেন। ‘স্যাকরেড গেমস’ তার পরিচালিত জনপ্রিয় ওয়েব সিরিজ। আর ‘প্যাটেল কি পাঞ্জাবি শাদি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় পায়েলের। ছবিটিতে তার সঙ্গে আরও ছিলেন ঋষি কাপুর ও পরেশ রাওয়াল। তিনি জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘সাথ নিভানা সাথিয়া’তেও অভিনয় করেছেন।