অনলাইন ডেস্ক : কানাডার অন্টারিও প্রদেশে চাকুরির বাজার আবার চাঙ্গা হচ্ছে। করোনা মহামারির কারণে গত দেড় বছর ধরে লকডাউন চলায় অন্যান্য প্রদেশের মতো সেখানেও হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছিলেন। গত শুক্রবার কানাডার লেবার ফোর্স সার্ভের (এল এফএস) এক রিপোর্টে বলা হয়েছে, গত মাসে পূর্নমাত্রার লকডাউন প্রত্যাহারের পর অন্টারিওতে এক লাখেরও বেশি নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এল এফ এসের রিপোর্ট অনুযায়ী এপ্রিল ও মে এই দুই মাস চাকুরির বাজারে চরম মন্দা থাকলেও জুন মাসে ১ লাখ ১৭ হাজার জন চাকুরি ফিরে পেয়েছেন। তবে নতুন চাকুরিতে যোগদানকারীদের বেশির ভাগই বয়সে তরুন এবং তাদের অনেকের চাকুরিই খন্ডকালীন। হিসাব মতে নতুন চাকুরি পাওয়াদের ৯২ হাজার ২০০ জনের কাজ খন্ডকালিন এবং বাকি ২৪ হাজার ৭০০ জনের চাকুরি স্থায়ী।
অন্টারিওতে দীর্ঘদিনের লকডাউনে শত শত লোক কর্মহীন হয়ে পড়েছিলেন। বেকারত্বের হার অনেক বেড়ে গিয়েছিল। কৃষি. যোগাযোগ, ব্যাংক-বীমা, গৃহায়ন ও শিল্পখাতে এসব বেকারত্ব বেশি দেখা দিয়েছিল। এখন সব কিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করায় বেকারত্বও কমে আসছে। সর্বশেষ হিসাব অনুযায়ী অন্টারিওতে বেকারত্বের হার ৮.৪% যা আগামীতে আরো কমে আসবে বলে আশা করা হচ্ছে। সূত্র : টরন্টো সান