সুহেল ইবনে ইসহাক, টরন্টো, কানাডা: রবিবার অন্টারিওতে ১,২৪৮টি কভিড-১৯টি এবং ২৯টি নতুন মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্টারিও প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট জানিয়েছেন, এর মধ্যে ৩,৩৬৮টি টরন্টো, পিল অঞ্চলে ৩০৮ এবং ইয়র্ক অঞ্চলে ১২৫টি। তিনি বলেন, ৪২,২০০ পরীক্ষা একই দিনে সম্পন্ন হয়েছে। বর্তমানে হাসপাতালে ৪৭৯ জন লোক রয়েছেন। যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ১১৮ জন নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) এবং ৬৭ জন ভেন্টিলেটরে আছেন। (সূত্র: সি.বি. সি. নিউজ)।
যেহেতু কোবিড-১৯ এর বিস্তার অন্টারিও প্রদেশে তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে, সেহেতু অন্টারিও আরেকবার কঠোর লকডাউন সম্ভাবনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। প্রদেশে গত কয়েক দিন ধরে মৃত্যু ও হাসপাতালে ভর্তিও বেড়েছে। রবিবার ও শনিবারের মধ্যেই অন্টারিওর মহামারী সংক্রান্ত সংক্ষিপ্তসার অনুসারে মৃত্যুর সংখ্যা ৪৫ শতাংশ বেড়েছে।
শুক্রবার অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, “আমরা আরেকটি লকডাউনের ব্যারেল নামিয়ে রেখেছি।” “এবং যদি আমাদের আরো এগিয়ে যেতে হয় তবে আমি এক সেকেন্ডের জন্যও দ্বিধা করব না।”
বৃহস্পতিবার নতুন মডেলিং প্রকাশের পরে ফোর্ডের এই মন্তব্য এসেছে, এতে দেখা গেছে যে যদি আরো ব্যবস্থা না নেওয়া হয় তবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দৈনিক ৬,৫০০ নতুন পজিটিভ কেইসের সম্মুখীন হতে হবে ওন্টারিওকে। রবিবার পর্যন্ত ১১৮ জন আইসিইউতে থাকায় নিবিড় পরিচর্যা ইউনিট ছয় সপ্তাহের মধ্যে পরিপূর্ণ হয়ে উঠতে পারে বলেও জানিয়েছে নতুন মডেলিং।