আইসিইউ’তে করোনা রোগীকে স্বাস্থ্যসেবায় ব্যস্ত স্বাস্থ্যকর্মীরা

অনলাইন ডেস্ক : প্রথম বারের মত গত সপ্তাহে অন্টারিও’র হাসপাতালগুলোর ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)’তে কোভিড রোগীর সংখ্যা ৯০০ ছাড়িয়ে গেল। গত রবিবার, ২রা মে অন্টারিও’তে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৩৮৮৬ জন। যদিও এর পূর্বের সপ্তাহে এ সংখ্যা চার হাজারের বেশি হলেও গত সপ্তাহে সংখ্যাটি চার হাজারের নিচে নেমে এসেছে। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গোটা প্রভিন্স ধরে লক-ডাউনের ফলে এ সংখ্যাটা সামান্য হ্রাস পেলেও এতে আশান্বিত হবার কোন কারণ নেই। তাঁরা মনে করেন, জনগণ যদি অধিকতর সচেতন না হয় এবং কোভিড স্বাস্থ্যবিধি মেনে না চলে তবে জুন আসার আগেই এ সংখ্যা এক ভয়াবহ রূপ ধারণ করবে যা কল্পনার বাইরে।

বর্তমান সময়ে আইসিইউ’তে থাকা প্রায় ৯০০ জন কোভিড রোগীর মধ্যে প্রায় ৬৫০ জনকে ভ্যান্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস নিতে হচ্ছে। গত মাসে অন্টারিও স্বাস্থ্য বিভাগ জানায়, কোভিড-১৯ এর মহামারীর জন্য এবং হাসপাতালগুলোয় অত্যাধিক কোভিড রোগীর চাপের ফলে, হাসপাতালগুলোতে বেশি প্রয়োজন থাকা রোগীদের সেবা দেওয়াটা জরুরি হয়ে পড়েছে। অন্টারিও হেলথ এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ডক্টর ক্রিস সিমসন বলেন, আইসিইউ’তে কোভিড রোগীর সংখ্যা ৯০০ পেরিয়ে যাবার ফলে, হাসপাতালে সব ধরনের কিছুটা কম গুরুর্তপূর্ণ রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। কোভিড রোগীদের সংখ্যা অত্যাধিক বেড়ে যাওয়ায় এবং তাদের প্রতি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ব্যস্ততা অনেক বেড়ে যাওয়ার ফলে শুধুমাত্র অন্টারিও প্রভিন্সে প্রায় আড়াই লক্ষ রুগীর অপারেশন ঝুলে আছে।
গত জানুয়ারি মাস থেকে এপ্রিলের শেষ পর্যন্ত অন্টারিও’তে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৪৬৬,৭০০ জন এবং এর মধ্য ৪২১, ২১৬ জন সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে। উল্লেখ্য, ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে গত শুক্রবার পর্যন্ত অন্টারিও প্রভিন্সে মোট ৫২ লাখ কোভিড ডোজ জনগণকে দেওয়া হয়েছে। এর মধ্যে মাত্র ৩৭৩,৫০০ জন কোভিড টিকার দুটো ডোজ নিতে পেরেছে। আশা করা হচ্ছে, মে মাসে সন্তোষজনক হারে কোভিড টিকা দেওয়া সম্ভব হবে।

অন্টারিও’র কোভিডের এর এই নাজুক অবস্থার ফলে প্রিমিয়ার ডগ ফোর্ড কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রতি অনুরোধ করেছেন, এই মুহূর্তে যেন অন্টারিও প্রভিন্সে কোন বিদেশী ছাত্র-ছাত্রীদের কোনক্রমেই পাঠানো না হয়। সেই সাথে প্রিমিয়ার অন্টারিও’র জনগণের প্রতি আহবান জানিয়েছেন, তারা যেন কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং কোভিড মহামারীর বিপর্যয় থেকে প্রভিন্সকে রক্ষা করেন।