নিজস্ব প্রতিনিধি, কানাডা: অল্প বয়সী শিশুদের নিয়ে অন্টারিও পরিবারগুলি শীঘ্রই প্রভিন্সের সরকারের কাছ থেকে আরো একটি কভিড-১৯ চেক পাবে, যা মহামারীটির ব্যয়কে অবিচ্ছিন্ন করতে সহায়তার জন্য তৈরী করা হয়েছে।

ফোর্ড সরকার জানিয়েছে যে, ১২ বছর বা তার চেয়ে কম বয়সের বাচ্চাদের বাবা-মায়েরা প্রতি সন্তানের জন্য এককালীন এই ২০০ ডলারের চেক গ্রহণ করবেন এবং ২১ বা তার চেয়ে কম বয়সী বিশেষ প্রয়োজনের (স্পেশাল নীডস) বাচ্চার জন্য ২৫০ ডলারের চেক গ্রহণ করবেন। গত ৬ নভেম্বর বৃস্পতিবার বিকেলে প্রাদেশিক সরকারের বাজেটে অর্থমন্ত্রী রড ফিলিপ্স বিষয়টি উত্থাপিত করেন। মহামারী চলাকালীন পরিবারগুলিতে এটি দ্বিতীয় পর্বে প্রভিন্সের পক্ষ হতে প্রদেয় অর্থ। পেন্ডামিকের কারণে যে সকল স্কুল শিশুরা আক্রান্ত হয়েছে এবং যে সকল শিশু রিমোট লার্নিংয়ের অংশ হিসেবে বাসা থেকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছে এটি তাদের জন্য “এ মেজার অফ রিলিফ”।

আইনসভায় অর্থমন্ত্রী রড ফিলিপ্স বলেন, “আমরা বাবা-মায়ের কাছ থেকে শুনেছি যে এই COVID-19 যুগে বাচ্চাদের পড়াশোনাতে সহায়তা করার জন্য নতুন ব্যয়গুলি তাদের নিয়মিত ব্যয়ে চাপ সৃষ্টি করছে, তাই সরকারের পক্ষ হতে এরূপ অনুদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

প্রথম ব্যাচের পেমেন্টের জন্য (টাকা) ৩৭৮ মিলিয়ন এবং এই দ্বিতীয় দফায় অর্থ ব্যয় করতে সরকার ৩৮০ মিলিয়ন ডলার ব্যয় করবে বলে অর্থমন্ত্রী রড ফিলিপ্স সংসদকে জানিয়েছেন।