অন্টারিও’র প্রিমিয়ার ডগলাস ফোর্ড

অনলাইন ডেস্ক : প্রায় তিন সপ্তাহ ধরে ‘ফ্রিডম কনভয়’ এর বিক্ষোভ ফেডারেল এবং প্রভিন্সিয়াল সরকারকে ব্যতিব্যস্ত করে তুলেছে। এমন এক পরিস্থিতির মধ্যে অন্টারিও প্রিমিয়ার ডগলাস ফোর্ড গত ১১ই ফেব্রুয়ারি শুক্রবার জানান, কোভিট ভ্যাকসিন পাসপোর্ট এর নিয়মটি তুলে দেবার ব্যবস্থা নেয়া হচ্ছে। উল্লেখ্য, কানাডার বিভিন্ন জায়গায় প্রবেশ এবং কাজ করার জন্য এই পাসপোর্ট দেখানো বাধ্যতামূলক ছিল।

প্রিমিয়ার এক সাংবাদিক সম্মেলনে বলেন, সব ধরনের ব্যবসা এবং অন্যান্য স্থাপনা স্বাভাবিকভাবে খুলে দেবার পরিকল্পনা হিসেবে করোনার সব ধরনের বিধি নিষেধ খুব দ্রæতই তুলে নেয়া হবে। গত বৃহস্পতিবার অন্টারিও’র চীফ মেডিক্যাল অফিসারের সাথে আলোচনার পর প্রিমিয়ার এমন ঘোষণা দেন।

গত বৃহস্পতিবার, অন্টারিও’র চীফ মেডিক্যাল অফিসার ডঃ কিয়েরান মুর সাংবাদিকদের জানান, জনস্বাস্থ্যের সব কিছু বিশ্লেষণ এবং পর্যালোচনা দেখা যাচ্ছে, আমরা এখন করোনা আরোপিত বিধি নিষেধ থেকে নিজেদের মুক্ত করার পদক্ষেপ নিতে পারি। তবে সব কিছুই আমাদের করতে হবে অতি সতর্কতার সাথে যাতে কোনভাবেই আমরা আবার এই মহামারীর কোন বিপর্যয়ের মধ্যে আর না পড়ি।

তবে প্রিমিয়ার ডগ ফোর্ড উল্লেখ করেন, কোভিড ভ্যাকসিন পাসপোর্ট তুলে নেবার বিষয়টি বেশ আগে থেকেই চিন্তা ভাবনা করা হচ্ছিল এবং এটা কার্যকরী করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছিল। পাসপোর্ট তুলে নেবার এই সিদ্ধান্তের সাথে ট্রাক ড্রাইভারদের ‘ফ্রিডম কনভয়’ এর বিক্ষোভের কোন সংশ্লিষ্টতা নেয়। তবে তিনি সেই দিনেই, ট্রাক ড্রাইভারদের এই বিক্ষোভের বিপক্ষে প্রভিন্সব্যাপী জরুরী অবস্থা ঘোষণা করেন। তিনি উল্লেখ করেন, ট্রাক ড্রাইভাররা তাদের দাবি-দাওয়ার জন্য যেভাবে অটোয়া এবং কানাডার বিভিন্ন শহরে যে ধরনের কার্যকলাপ চালাচ্ছে, তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। প্রিমিয়ার বলেন, বিক্ষোভকারীরা অটোয়ার লাখ লাখ মানুষকে জিম্মি করে ফেলেছে। অটোয়ারবাসীর স্বাভাবিক জীবন তারা নষ্ট করে ফেলেছে, যা কোনভাবে একটি সভ্য সমাজে প্রত্যাশিত করা যায় না। তিনি বিক্ষোভকারীদের ঘরে ফিরে যাবার জন্য বলেন এবং এটা জানান, সব কিছুর শান্তিপূর্ণ প্রতিবাদ আছে এবং সব সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পথ উম্মোচিত আছে। কোভিড ভ্যাকসিনের জন্য অন্টারিও যে সব পদক্ষেপ গ্রহণ করেছে, তা করেছে জনগণের মঙ্গলের জন্য এবং সবকিছুই করা হয়েছে, বিজ্ঞ বিশেষজ্ঞ এবং ডাক্তারদের পরামর্শ মতে। এই সব বিধি নিষেধ আরোপিত করা হয়েছে জনগণের সুন্দর জীবনের জন্য এবং অপ্রত্যাশিত মৃত্যু এবং ধ্বংসযজ্ঞ থেকে সব মানুষকে রক্ষা করার জন্য।

বিক্ষোভকারীদের সাথে সমঝোতার বিষয়ে জনৈক সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রিমিয়ার জানান, তিনি কখনও এমন সব মানুষের সাথে সমঝোতা করবেন না, যারা আইনকে এবং জনস্বার্থকে অবজ্ঞা করেন।

উল্লেখ্য, বর্তমানে অন্টারিও’র যে কোন রেস্টুরেন্ট, বার, জিমনেশিয়াম, সিনেমা হল এবং বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ সমাবেশ স্থলের জন্য ভ্যাকসিন পাসপোর্টের প্রয়োজন পড়ে। বর্তমানে অন্টারিও’তে ১২ বছরের ঊর্ধ্ব বয়স্ক শতকরা ৫২ জন ইতিমধ্যে বুস্টার ভ্যাকসিন গ্রহণ করেছে।