অনলাইন ডেস্ক : অন্টারিও বলছে যে তারা কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করতে ৯০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। প্রদেশটি জানিয়েছে, যারা সম্পূর্ণ বেকার বা আংশিক বেকার তাদের জন্য আগামি বৃহস্পতিবার থেকে এই সহায়তা তহবিল চালু করা হবে।
এই দক্ষতা উন্নয়ন তহবিল ফৌজদারি বিচার ব্যবস্থায় পূর্বে জড়িত ব্যক্তি, ওইসব যুবক যারা এমন পরিস্থিতি বা অবস্থার মুখোমুখি হচ্ছেন যা তাদের শিক্ষাগত বা সামাজিক অগ্রগতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে; তাদের জন্য; প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী এবং ইউক্রেন থেকে আসা নতুন অভিবাসীদের সাহায্য করার জন্য প্রোগ্রামগুলোকে অগ্রাধিকার দিয়ে ফান্ডিং করবে?’
শ্রম মন্ত্রী মন্টে ম্যাকনটন বলেছেন, এই প্রোগ্রামটি এমন একটি বাজারে সাহায্য করার জন্য পরিকল্পনা বা সাজানো হয়েছে যাদের সাহায্য করা দরকার, যেখানে প্রদেশ জুড়ে ৩ লাখ ৭০ হাজার চাকরির পদ খালি রয়েছে।
প্রদেশটি আরো বলেছে, জন হাওয়ার্ড সোসাইটিতে একটি পূর্ববর্তী বিনিয়োগ তহবিল ৪০ জন পূর্বে কারাবন্দী ব্যক্তিকে উৎপাদন শিল্পে চাকরি খুঁজে পেতে সহায়তা করেছে।
তহবিলের বর্তমান ধাপ দক্ষ বাণিজ্য, স্বাস্থ্য সেবা, প্রযুক্তি এবং উৎপাদন শিল্পের জন্য আবেদনগুলোকে অগ্রাধিকার দেবে। সূত্র : দ্য স্টার