অনলাইন ডেস্ক : সহজলভ্যতা বাড়ানোর জন্য অন্টারিও ফার্মাসিস্টদের কোভিড-১৯ চিকিৎসার ওষুধ প্যাক্সলোভিড অনুমোদন দেওয়ার কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রদেশের শীর্ষ ডাক্তারা। স্বাস্থ্যের চিফ মেডিক্যাল অফিসার ডাঃ কিরণ মুর স¤প্রতি বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থা কোভিড-১৯ এর ‘ত্রিমুখী হুমকি’ দেখতে পাবে। তিনি বলেন, আরও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালের বাইরে রাখতে ওষুধের বৃহত্তর প্রাপ্যতা নিশ্চিত করার উপায় বের করা বিশেষ গুরুত্বপূর্ণ।

মুর কানাডিয়ান প্রেসের সাথে এক সাক্ষাৎকারে বলেন, আমি জানি সরকার ফার্মাসিস্টদের একটি ইতিবাচক পরীক্ষার পরে সরাসরি প্যাক্সলোভিডকে ব্যবস্থাপত্র হিসেবে দিতে সক্ষম হওয়ার ক্ষমতা পর্যালোচনা করছে।

‘প্রদেশের বিচ্ছিন্ন এলাকাগুলো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ সেখানে আপনি একজন ভালো চিকিৎসক নাও পেতে পারেন তবে একজন ভালো ফার্মাসিস্ট পেতে পারেন যে আপনাকে সেবা দিতে পারবে, বলেন মুর। তাই সেই ব্যবধানটি বিশেষভাবে নজর দেয়া হয়েছিল এবং আমি বিশ্বাস করি যে, তারা (সরকার) এ বিষয়ে যথাযথভাবে কাজ করছে।
প্রদেশের আশেপাশে স্বাস্থ্যের একাধিক মেডিকেল অফিসার বিষয়টি উত্থাপন করেছেন, জানান মুর। আমি মনে করি প্যাক্সলোভিডের সহজলভ্যতা বাড়ানো একমাত্র সহজ সমাধান, তিনি বলেন।

অন্টারিও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সিইও জাস্টিন বেটস বলেছেন, তার গ্রæপ প্রদেশের ফার্মাসিস্টদের প্যাক্সলোভিড প্রেসক্রাইব করতে সক্ষম হওয়ার জন্য চাপ দিচ্ছে, যেমনটি অন্যান্য প্রদেশের সহকর্মীরা ইতিমধ্যেই করতে পারে।

তিনি বলেন, পয়েন্ট-অফ-কেয়ার টেস্টিং-এ আমাদের অভিজ্ঞতা, ওষুধ সম্পর্কে আমাদের জ্ঞান; বিশেষ করে প্যাক্সলোভিডের মতো জটিল ওষুধ, যেখানে প্রচুর ওষুধ থেকে ওষুধের মিথস্ক্রিয়া রয়েছে এবং আরও অনেক কিছু; আমি বলব, রোগীদের সাথে গভীরভাবে পরামর্শ যা প্রয়োজন এর সব কিছুর ক্ষেত্রেই ফার্মাসিস্টরা তাৎক্ষণিক সমাধান হিসাবে প্যাক্সলোভিড সরবরাহ করার জন্য সক্ষমতার ভাল অবস্থানে রয়েছে।

প্যাক্সলোভিড হল একটি অ্যান্টিভাইরাল ওষুধ যা উপসর্গ শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যে মৌখিকভাবে নেওয়া হয়। কোভিড-১৯ জটিলতার উচ্চ ঝুঁকিতে থাকা লোকেদের জন্য এটি সুপারিশ করা হয়। যেমন ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তি এবং নির্দিষ্ট ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম; বিশেষ করে যাদের অন্তত তিনটি টিকার ডোজ নেই তাদের ক্ষেত্রে। এটি একটি প্রাথমিক সেবা প্রদানকারী বা একটি কোভিড-১৯ ক্লিনিকাল মূল্যায়ন কেন্দ্র প্রেসক্রাইব করতে পারে।

বেটস বলেছেন, আপনি যত তাড়াতাড়ি এটি পাঁচ দিনের মধ্যে শুরু করবেন, গুরুতর লক্ষণ এবং অসুস্থতা প্রতিরোধের ক্ষেত্রে ততই ভাল, অন্যথায় আপনাকে হাসপাতালে যেতে হবে বা আরও খারাপ পরিস্থিতি হলে হাসপাতালের আইসিইউতে যেতে হবে।

সেপ্টেম্বরে সিবিসি নিউজ জানিয়েছে, হেলথ কানাডা সাত লাখেরও বেশি লোককে কোভিড-১৯ এর চিকিৎসা করার জন্য অ্যান্টিভাইরাল প্যাক্সলোভিড বিতরণ করেছে। অথচ প্রদেশগুলো রোগীদের সেই ওষুধের সামান্য পরিমানই সরবরাহ করেছে। মুর বলেন, বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় সাড়ে তিন হাজার প্যাক্সলোভিড প্রেসক্রাইব করা হচ্ছে। কোভিড-১৯ বৃদ্ধির সাথে সাথে চাহিদা বাড়বে বলে মনে হচ্ছে।

অন্টারিও ইতিমধ্যেই ঘোষণা করেছে, ১ জানুয়ারি থেকে তারা ছোটোখাটো অসুস্থতার জন্য কনজাংটিভাইটিস, ডার্মাটাইটিস এবং হেমোরয়েড এর মত ওষুধ প্রেসক্রাইব করার জন্য ফার্মাসিস্টদের ক্ষমতা প্রসারিত করছে। সূত্র : সিবিসি