অনলাইন ডেস্ক : অন্টারিওর প্রাদেশিক নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ২ জুন। নির্বাচনের আগে লিবারেল পার্টি নেতা স্টিভেন ডেল ডুকা গত বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে, ২ জুনের নির্বাচনে তার দল বিজয়ী হলে চাইল্ড কেয়ার খরচের জন্য ক্ষতিপূরণ হিসেবে প্রতি সন্তানের জন্য পিতামাতারা ২৭৫০ ডলার ফেরত পাবেন। ক্ষমতাসিন ডোগফোর্ড সরকার ফেডারেল সরকারের সাথে এ সংক্রান্ত একটি চুক্তি করতে ব্যর্থ হওয়ার পর তিনি এ ঘোষণা দিলেন। প্রতিপক্ষের ব্যর্থতাকে নির্বাচনে পুঁজি করার জন্যই তিনি এ ঘোষণা দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে লিবারেল পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিমিয়ার ডোগ ফোর্ড ফেডারেল সরকারের সাথে চুক্তি করতে ব্যর্থ হওয়ায় অন্টারিওর পিতা-মাতাদের প্রতিটি শিশুর জন্য দৈনিক গড়ে ২৫ ডলার খরচ করতে হচ্ছে। ক্ষমতাসিন প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির (পিসিপি) এই ব্যর্থতার জন্য অভিভাবকদের অতিরিক্ত খরচ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে এতে বলা হয়, নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে অভিভাবকদের ক্ষতিপূরণ দেয়া হবে।

প্রসঙ্গত, অন্টারিও হচ্ছে একমাত্র প্রদেশ যারা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রতিদিন ১০ ডলারে শিশু যত্ন প্রদানের প্রতিশ্রুতি কার্যকরে তহবিল গঠনের বিষয়ে ফেডারেল সরকারের সাথে চুক্তিতে পৌঁছতে পারেনি। প্রিমিয়ার ডোগ ফোর্ড ও শিক্ষামন্ত্রী স্টিভেন লেক সা¤প্রতিক সপ্তাহগুলোতে বার বার বলেছেন যে, তারা চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন, কিন্তু টেকসই আর্থিক ব্যবস্থাপনার অভাবে তা করা যাচ্ছে না।

ডেল ডুকা বলেন, অন্টারিওর রক্ষণশীল সরকারের একগুয়েমির কারণে ফেডারেল সরকারের সাথে ‘চাইল্ড কেয়ার হোম’ চুক্তি স্বাক্ষর হচ্ছে না। আর এই ব্যর্থতায় প্রদেশের পরিবারগুলোকে শিশুর যত্নের জন্য বাড়তি খরচ বহন করতে হচ্ছে। এটি অপমানজনক একটি বিষয়। ডুকা বলেন, তার দল সরকার গঠন করতে পারলে ফেডারেল ভর্তুকি ছাড়াই প্রতিটি শিশুর জন্য বাবা-মাকে বছরে ২ হাজার ৭৫০ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে।
তবে এই প্রতিশ্রুতি পূরণে করদাতাদের বাড়তি কত খরচ হবে বা কোন খাত থেকে এর তহবিল গঠিত হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। অন্টারিও ফাইন্যান্সিয়াল একাউন্টিবিলিটি অফিসারের হিসাব মতে প্রদেশে এখন ৫ লাখ ৪৭ হাজার শিশু চাইল্ড কেয়ার হোমে থাকছে। এতে লিবারেল প্রতিশ্রæতি পূরণে খরচ হবে ১.৫ বিলিয়ন ডলার। সূত্র : সিবিসি