মুরশাদ সুবহানী

নিজেকে এখনও চিনতে পারলাম না,
মহামতি সক্রেটিস চলে গেছেন হেমলক পানে।
বলেছিলেন, ‘নিজেকে জানো।’
জানা হলো না।
আয়নার দিকে তাকাই
মনে হয় আমি এক অন্য মানুষ
যার মধ্যে বাস করে নিত্য দিন
দু:খভারে অন্য কোনো মানুষ।
চোখ ফেরাই আয়না থেকে
দূরের বিশাল আকাশের দিকে তাকাই,
চন্দ্র খেলা দেখি,
মনটা প্রফুল্ল হয় বটে,
মেঘ এসে অন্ধকারে ঢেকে দেয়
অন্ধকারে মনে হয় তোমার হাত ছুঁয়ে দেখি,
সরে যাও, আমি তো অন্য পুরুষ নই
তোমরাই ভালোবাসার প্রতিবিম্ব এক
মনে হয় ছুঁটে যাই নদীজলের কাছে,
নদীর প্রান্তে দাঁড়িয়ে বলি-
নদী আমাকে নিয়ে যাও
তোমার ঢেউয়ের দোলনায় করে।
যেখানে ইচ্ছে হয় রেখো এসো।
(ফ্লোরিডা, ইউএসএ প্রবাসী)