বিনোদন ডেস্ক : অবশেষে গুঞ্জনই সত্যি হলো। ‘দ্য ফ্যামিলি ম্যান’র সহ-নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সোমবার (১ ডিসেম্বর) বিয়ের বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন।

এর আগে গত কয়েক মাস ধরেই সহ-নির্মাতা রাজের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে বেশ আলোচনায় ছিলেন অভিনেত্রী। এবার সেই প্রেমকাহিনির সত্যতাই সামনে এলো। দু’জনই কোয়েম্বাটোরের সদগুরুর ইশা যোগা সেন্টারে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বেশ জাঁকজমক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এদিন অভিনেত্রী সামান্থা ও রাজ তাদের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রথমবারের মতো নিজেদের বিয়ের কিছু ছবি পোস্ট করেছেন। আর সেসব ছবি প্রকাশ্যে আসতেই দেখা যায়, ঐতিহ্যবাহী জরির কাজ করা উজ্জ্বল লাল শাড়িতে রাজকীয়ভাবে সেজেছিলেন সামান্থা।

দক্ষিণী তারকার পোশাকের সঙ্গে ছিল মানানসই স্বর্ণের অলংকার, সাদামাটা সাজ আর মুখভরা হাসি। বিপরীতে রাজ বেছে নিয়েছেন সাদা কুর্তা-পায়জামা ও বেইজ নেহেরু জ্যাকেট, যা পুরো অনুষ্ঠানের স্নিগ্ধতার সঙ্গে দুর্দান্তভাবে মানিয়েছে।

বিয়ের আগে অবশ্য আনুষ্ঠানিকভাবে আংটি বিনিময় করেছেন রাজ ও সামান্থা। তারপর ক্যামেরার সামনে নানা ভঙ্গিমার পোাজে ফ্রেমবন্দি হয়েছেন তারা। একটি ছবিতে অভিনেত্রীকে গর্বের সঙ্গে আংটি দেখাতে দেখা গেছে।

গত বছরের শুরু থেকেই রাজের সঙ্গে সামান্থার প্রেমের গুঞ্জন উঠতে থাকে। তখন সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর কিছু সূক্ষ্ম ইঙ্গিতপূর্ণ পোস্ট গুঞ্জনকে অধিকতর জোরোলো করে। তবে প্রেমের গুঞ্জন ছড়ালেও এ নিয়ে কখনো কোনো মন্তব্য করেননি তারা কেউই।

এর আগে ২০২১ সালে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২-এ প্রথমবার একসঙ্গে কাজ করেন রাজ ও সামান্থা। এতে দক্ষিণী অভিনেত্রী ব্যাপকভাবে প্রশংসা লাভ করে। তারপর ফের একসঙ্গে যুক্ত হন ‘সিটাডেল: হানি বানি’ প্রোজেক্টে, ফলে বন্ধন আরও গভীর হয়।

উল্লেখ্য, এটি সামান্থা ও রাজ উভয়েরই দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। যা ২০২১ সালে বিচ্ছেদে গড়ায়। আর রাজ শ্যামলী দে-কে বিয়ে করেছিলেন, যে সম্পর্ক ২০২২ সালে বিচ্ছেদে গড়ায়।