অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুইজন নারী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

দেশটির নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, লেক কার্গেলিগো এলাকার ইয়েলকিন স্ট্রিটের কাছে ওয়াকার স্ট্রিটে এই ঘটনাটি ঘটেছে। গুলিবর্ষণের খবর পাওয়ার পর তারা তদন্ত শুরু করেছে। তবে পুলিশ এখনও ঘটনার কারণ শনাক্ত করতে পারেনি।

এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে বলেও জানায় পুলিশ। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে জনসাধারণকে এলাকাটি এড়িয়ে চলার এবং স্থানীয় বাসিন্দাদের ভেতরে থাকার জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

এবিসি নিউজ বলছে, এখনও পলাতক রয়েছে ঘটনায় জড়িত বন্দুকধারী। স্থানীয় আইনপ্রণেতা রয় বাটলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে এক বিবৃতিতে বলেছেন, ‘যেহেতু বেশ কয়েকটি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এবং অপরাধীকে আটক করা হয়নি, তাই পরামর্শ পরিবর্তন না হওয়া পর্যন্ত দয়া করে ঘরের ভেতরেই থাকুন।’