অনলাইন ডেস্ক : সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে গণস্বাস্থ্য ফার্মাসিটিউক্যালস লিমিটেডের উদ্ভাবিত বহুল আলোচিত করোনাভাইরাসের অ্যান্টিবডি টেস্ট কিটের (জিআর কভিড-১৯ রেপিড অ্যান্টিবডি ডট ব্লট) অনুমতি মেলেনি। বৃহস্প‌তিবার ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রকে।

ওষুধ প্রশাসন অধিদপ্তর সূত্র জানায়, ২১ জুন ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ ভেক্সিন ও মেডিক্যাল ডিভাইস সংক্রান্ত কমিটির একটি সভা হয়। পরে একই কমিটি ২৩ জুনও বৈঠক করে। দুদিনের এই বৈঠক শেষে সিদ্ধান্ত দেওয়া হয় আর্ন্তজাতিক গাইডলাইনের আলোকে র‍্যাপিড টেস্ট কিটের সেনিসিভিটির সর্বনিম্নমাত্রা ৯০ শতাংশ নির্ধারণ করা হয়।

এদিকে ২১ জুনই গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে তাদের উদ্ভাবিত কিটের অনুমোদন দেওয়ার জন্য আবেদন জানানো হয়। এর আলোকে গতকাল গণস্বাস্থ্যকে জানানো হয়েছে তাদের র‍্যাপিড টেস্ট কিটের সেনিসিভিটির সর্বনম্নিমাত্রা ৯০ শতাংশ নেই, আছে ৬৯.৭ শতাংশ। ফলে এই কিটের অনুমোদন দেওয়া গেল না।
যদিও ওই চিঠিতে জানানো হয়েছে, যদি এই কিটের উন্নয়ন করে নির্ধারিত মাত্রায় নেওয়া হয় তবে বিষয়টি আবার বিবেচনা করা যাবে।