অনলাইন ডেস্ক : ইসলামিক স্টেট গ্রুপের (আইএস) প্রোপাগান্ডা ভিডিওতে কণ্ঠ দেওয়ার অভিযোগে কানাডার একজন নাগরিককে যুক্তরাষ্ট্রে অভিযুক্ত করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সৌদি আরবে জন্ম নেওয়া মোহাম্মদ খলিফাকে ২০১৯ সালে সিরিয়া থেকে আটক করে কুর্দি মিলিশিয়া বাহিনী। এরপর তাকে এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। ৩৮ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে সহিংসতার ভিডিওতে কণ্ঠ দেওয়ার অভিযোগ এনেছেন কৌঁসুলিরা।

তারা বলছেন, অনুবাদক এবং ভিডিওতে নেপথ্য কণ্ঠ নেওয়ার আগে তিনি একজন আইএস যোদ্ধা হিসাবেও লড়াই করেছেন। সন্ত্রাসী সংগঠনকে সরঞ্জাম সহায়তা দেওয়ার অভিযোগে সামনের সপ্তাহে তাকে যুক্তরাষ্ট্রের একটি আদালতে হাজির করা হবে।

তাকে আটকের পর সংবাদপত্রে দেয়া একটি সাক্ষাত্কারে খলিফা দাবি করেছিলেন, তিনি ছোটখাটো একজন যোদ্ধা ছিলেন এবং আইএসের শুধুমাত্র নেপথ্য কণ্ঠ হিসাবে কাজ করেছেন।