বিনোদন ডেস্ক : ইয়ামি গৌতম ও ইমরান হাশমি অভিনীত আসন্ন সিনেমা ‘হক’। আর সিনেমাটি মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে। শাহ বানো বেগমের আইনগত উত্তরাধিকারীরা ইন্দোর হাইকোর্টে চলচ্চিত্রটির বিরুদ্ধে আবেদন করে ৭ নভেম্বর নির্ধারিত মুক্তি স্থগিত করার অনুরোধ জানিয়েছেন।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় শাহ বানোর পরিবারের পক্ষ থেকে আইনজীবী তৌসিফ ওয়ারসি আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন চলচ্চিত্রটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে পারে। পাশাপাশি এই সিনেমায় শরিয়াহ আইনকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। শাহ বানো বেগমের জীবন বা ঘটনার চিত্রায়নে নির্মাতারা কোনও অনুমতি নেননি। ইন্দোর হাইকোর্ট খুব শিগগিরই এ আবেদনের শুনানি নেবে বলে জানা গেছে।
আইনজীবী তৌসিফ ওয়ারসি বলেন, ২ ঘণ্টারও বেশি দীর্ঘ এই সিনেমাতে শাহ বানোর জীবনের কোন অংশ কীভাবে দেখানো হবে, তা আমরা জানি না। তাই মুক্তির আগে চলচ্চিত্রের মূল বিষয়বস্তু ও কাহিনি আমাদের সামনে উপস্থাপন করতে হবে।
‘হক’ সিনেমাটির ট্রেলার প্রকাশের পর দর্শকের প্রশংসা পেয়েছিল। কিন্তু মুক্তির পূর্বেই সিনেমাটি ঘিরে বিতর্ক বাড়ছে। এর আগে শাহ বানোর পরিবার চলচ্চিত্রটির মুক্তি থামানোর দাবি জানিয়ে নির্মাতাদের আইনি নোটিশও পাঠিয়েছিল। নোটিশে উল্লেখ করা হয়েছিল, শাহ বানোর ব্যক্তিজীবন অনুমতি ছাড়া তুলে ধরা মানহানিক।
