বিনোদন ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২২ সালের নিলামে কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধি হিসেবে নিলামে অংশ নিয়েছেন বলিউড তারকা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ও সোহানা খান।

শুক্রবার তাদের দুইজনকে নিলাম পূর্ববর্তী অনুষ্ঠানে প্রথমবার দেখা যায়।

২০২২ সালের মেগা নিলামে অংশ নেওয়ার মাধ্যমে আইপিএলের নিলামে প্রথমবারের মতো যোগ দিলেন শাহরুখ কন্যা সোহানা খান।

সোহানা সম্প্রতি নিউইয়র্ক থেকে পড়াশোনা শেষ করে ভারতে ফিরেছেন। শোনা যাচ্ছে খুব শীগ্রই বলিউডে পা রাখবেন তিনি।

অন্যদিকে আরিয়ান খান এর আগেও নিলামে যুক্ত ছিলেন। সর্বশেষ নিলামে তার সঙ্গে ছিলেন কলকাতার অপর মালিক জুহি চাওলার মেয়ে জানভি মেহতা।

এবারের নিলামেও জুহি চাওলার মেয়ে উপস্থিত আছেন।

এবার আরিয়ানের দিকে সাধারণ মানুষের নজরটা একটু বেশি।

কারণ ২০২১ সালে মাদক মামলায় জেলে যেতে হয়েছিল আরিয়ানকে। এ নিয়ে ভারতে শোরগোল পড়ে যায়।

আইপিএলের নিলামে অংশ নেওয়ার মাধ্যমে জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে আসলেন আরিয়ান।

সূত্র: এনডিটিভি