Home বিনোদন আগামী সপ্তাহে রিলিজ পাচ্ছে সুহেল ইবনে ইসহাকের রচিত আরেকটি গান “কী করে...

আগামী সপ্তাহে রিলিজ পাচ্ছে সুহেল ইবনে ইসহাকের রচিত আরেকটি গান “কী করে ভজিবো তোমারে”

অনলাইন ডেস্ক : আগামী সপ্তাহে রিলিজ পাচ্ছে গীতি কবি সুহেল ইবনে ইসহাকের রচিত এবং বর্তমান সময়ের সর্বত্র সাড়া জাগানো কণ্ঠশিল্পী, “চ্যানেল আই”-এর এওয়ার্ডপ্রাপ্ত কণ্ঠশিল্পী, দেশ ও দেশের বাইরে মঞ্চ মাতানো বিস্ময়কর বাউল শিল্পী সাগর বাউলের দরদী কণ্ঠে গাওয়া গান “কী করে ভজিবো তোমারে”। প্রচলিত একটি সুরের আলোকে গানটিতে সুর করেছেন সাগর বাউল নিজেই। “এসটিভি চ্যানেল”র পরিবেশনায় উক্ত গানটিতে মিউজিক কম্পোজিশন করেছেন স্বনাম ধন্য মিউজিক কম্পোজার মুন্সি জুয়েল।
গীতিকার সুহেল ইবনে ইসহাক জানান, “জাগতিক মায়া, মোহ ও মিছে আশায় আমরা মহান রবের প্রার্থনা হতে বিরূপ হয়ে যাই। জীবন সায়াহ্নে এসে যখন দেখি, পুণ্যের হিসাব শূন্যের কোটায় তখন আমরা বিচলিত হয়ে পড়ি। সময় থাকতে আমাদেরকে সচেতন হতে হবে। এই প্রতিপাদ্যের আলোকে এই ভক্তিমূলক গান ‘কী করে ভজিবো তোমারে’।”

এ গানটির ব্যাপারে কণ্ঠশিল্পী সাগর বাউল বলেন, গানের কথা, সুর, কম্পোজিশন সব মিলিয়ে এটি একটি অনন্য গান। তিনি আশা প্রকাশ করে বলেন, “গানটি দর্শক-শ্রোতার ভালো লাগবে।” গানটির মিউজিক কম্পোজার মুন্সি জুয়েল বলেন, “অনেক সময় নিয়ে ও পরিকল্পনা করে গানটিতে ভিন্ন মাত্রার এক কম্পোজিশন করা হয়েছে। তাছাড়া সাগর বাউলের অসাধারণ কণ্ঠে গানটি দর্শকদের মনে সাড়া জাগাবে।”

Exit mobile version