আগামী ৬ ও ৭ আগষ্ট ১৬তম টরন্টো বাংলা বইমেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে গত ৯ মে বইমেলার আহবায়ক সাদি আহমেদের সভাপতিত্বে অন্যমেলা কার্যালয়ে বইমেলার সার্বিক প্রস্তুতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বইমেলাকে সফল করার জন্য তাদের মূল্যবান পরামর্শ তুলে ধরেন। অন্যবারের মতোই বইমেলাকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতির কথা তুলে ধরা হয়। এবারের বইমেলায় বাংলাদেশ থেকে বেশ কয়েকজন উল্লেখযোগ্য লেখক ও প্রকাশক অংশ নেবেন। ইতিমধ্যেই বাংলা একাডেমির মহাপরিচালক জাতিস্বত্বার কবি মুহম্মদ নুরুল হূদার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি প্রাথমিকভাবে মেলায় উপস্থিত থাকতে সম্মত হয়েছেন। প্রকাশকদের মধ্যে ইতিমধ্যে অঙ্কুর প্রকাশনীর মেসবাহ উদ্দিন, অনন্যার মুনিরুল হক, সময় প্রকাশনীর ফরিদ আহমেদ, ইত্যাদির জহিরুল আবেদিন জুয়েল উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। আমেরিকা থেকে বেশ কয়েকজন লেখক, প্রকাশক উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।

বইমেলাকে সার্বজনীন করার জন্য সব ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তরুনদের অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করা এবং বাংলা সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরার ব্যাপারে আলোচনা হয়। সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও বিজ্ঞাপনসহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করা হয়। এছাড়া বরাবরের মতো একটি বর্ণাঢ্য সংকলন প্রকাশিত হবে। সংকলনের জন্য গল্প, কবিতা, নিবন্ধ, প্রবন্ধ, পাঠানোর আহবান জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফ আলী, শহীদ খন্দকার টুকু, রনি প্রেন্টিস, মনির হোসেন, শামসুল আলম, অুরুনা হায়দার, ফারহানা শান্তা, রিংকি আহমেদ, ফরিদা হক, শাপলা শালুক, আসাদুন নুর, জসিম মল্লিক প্রমুখ। বিজ্ঞাপন, বইয়ের স্টল, লেখা পাঠানো ইত্যাদি যে কোনো তথ্যের জন্য নিম্নের ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়। বইমেলা অনুষ্ঠিত হবে ৯ ডজ রোডে। ফোন ৪১৬-৫৬০-১৫৩০, ৪১৬-৭২৭-৫৫৪৩। (বিজ্ঞপ্তি)