অনলাইন ডেস্ক : রাজধানীর সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি হঠাৎ রূপ নেয় সহিংসতায়। পুলিশের লাঠিচার্জ। তবে প্রশ্ন উঠছে—এটি কি সত্যিই শিক্ষার্থীদের আন্দোলন ছিল, না কি ‘আওয়ামী মব’ নামে সংগঠিত একটি পরিকল্পিত উসকানি?

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। দাবি ছিল মানবিক, কর্মসূচিও ছিল শান্তিপূর্ণ—এমন দাবি আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্রছাত্রীর।

কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ করেই একটি স্লোগানদাতা দল এসে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। এই দলটি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছিল না বলেও অভিযোগ উঠেছে। বরং তাদের আচরণ, পরিধান, এবং ভাষা থেকে বোঝা যাচ্ছিল—তারা সংঘবদ্ধভাবে মাঠে নেমেছে উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে।

অনেকে তাদের ‘আওয়ামী মব’ বলে আখ্যা দিয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ছবি ও ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, ছাত্রলীগ সংশ্লিষ্ট পরিচিত মুখ আন্দোলনকারী ছাত্রদের পেছনে অবস্থান করছে এবং উত্তেজনাকে উসকে দিচ্ছে।

পুলিশ যখন লাঠিচার্জ করে, তখন মূল ক্ষতির শিকার হন সাধারণ শিক্ষার্থীরা। একজন শিক্ষার্থী বলেন, “আমরা এখানে এসেছি যুক্তিক দাবি নিয়ে সহপাঠীদের জন্য দাঁড়িয়েছিলাম, হঠাৎ চার পাশে উড়ে এলো লাঠি। যারা স্লোগান দিচ্ছিল, তারা পালিয়ে গেল। আমরা মার খেলাম।”