Home আন্তর্জাতিক আফগানিস্তানে হস্তক্ষেপ না করতে বাইডেনকে হুঁশিয়ারি

আফগানিস্তানে হস্তক্ষেপ না করতে বাইডেনকে হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে হস্তক্ষেপ না করার জন্য হুঁশিয়ার করে দিয়েছে তালেবানরা। আফগানিস্তানের উত্তরাঞ্চলে মার্কিন বি-৫২ বোমারু বিমান দিয়ে হামলা চালানোর পর এই হুঁশিয়ারি উচ্চারণ করলো তালেবান।

কাতারের রাজধানী দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক অফিসের মুখপাত্র আল-জাজিরাকে বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য আমেরিকাকে সতর্ক-বার্তা পাঠানো হয়েছে। তিনি বলেন, যুদ্ধবিরতির বিষয়ে আফগান সরকারের সঙ্গে তালেবান কোনো চুক্তিতে পৌঁছায় নি। তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করে আফগান সরকার উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বলেও ওই মুখপাত্র অভিযোগ করেন।

শনিবার (৭ আগস্ট) মার্কিন বি-৫২ স্ট্রাটোফোরট্রেস বোমারু বিমান জাওজান প্রদেশের শেবারগানে তালেবানের অবস্থানে হামলা চালায়। এতে বহু তালেবান নিহতের পাশাপাশি তাদের প্রচুর রসদ বিনষ্ট হয়। ব্রিটিশ পত্রিকা দ্যা টাইমস জানিয়েছে, এই হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্দেশ দিয়েছেন।

আফগানিস্তান থেকে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহার করার পর তালেবান দ্রুতগতিতে দেশটির বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে এবং আফগান সরকারি বাহিনীর ওপর ও বিভিন্ন দপ্তরে হামলার জোরদার করেছে। মার্কিন সরকার দাবি করছে, তালেবানরে অগ্রাভিযান ঠেকাতে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

Exit mobile version