সুহেল ইবনে ইসহাক: গ্রেইটার টরোন্টোর প্রাচীন ও বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিয়ানীবাজার এসোসিয়েশন অফ টরন্টো কানাডা ইনক এর ২০২২-২৪ সেশনের কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয় গত রবিবার ২১ অগাস্ট। নির্বাচনে প্রত্যক্ষ ভোটে মোহাম্মদ আব্দুল মুমিত সভাপতি পদে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন মোহাম্মদ আব্দুল মানিক। তাছাড়া ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির বাকী ২০ জন সদস্যবৃন্দ বীনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এদের মধ্যে সাধারক সম্পাদক পদে মোহাম্মদ এজাজুল চৌধুরী বিনা নির্বাচিত হন।
রোববার সকাল ১০ ঘটিকা হতে সন্ধ্যা ৮ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলে। ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার মাওলানা মোহাম্মদ আব্দুল বাসিত, নির্বাচন কমিশনার সাঈদ চৌধুরী, নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল হামিদ স্বাক্ষরিত নিবার্চনী ফলাফল প্রকাশ করেন, প্রধান নির্বাচন কমিশনার মাওলানা মোহাম্মদ আব্দুল বাসিত।
প্রধান নির্বাচন কমিশনারসহ সকল নির্বাচন কমিশনারবৃন্দ নির্বাচনে সার্বিক সহযোগিতা ও সুন্দর সফল নির্বাচন অনুষ্ঠানে বিয়ানীবাজার এসোসিয়েশনের বর্তমান পরিষদের সকল সদস্যবৃন্দ, সকল ভোটারগণসহ টরন্টোস্থ সকল বিয়ানীবাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্ব›দ্বীতাকারী প্রার্থী দ্বয়কে ধন্যবাদ জানান, তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কারণে সকলে একটি উৎসবমুখর পরিবেশ উপভোগ করেছেন এবং এতে করে সমিতি আরো শক্তিশালী ও বেগবান হবে বলে প্রধান নির্বাচন কমিশনার মাওলানা মোহাম্মদ আব্দুল বাসিত আশা প্রকাশ করেন।
ফলাফল প্রকাশের পর নব নির্বাচিত সভাপতি সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “টরন্টোস্থ বিয়ানীবাজারবাসী আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি আমার সর্বোচ্চ মেধা, পরিশ্রম ও সততা দিয়ে এই ভালোবাসার প্রতিদান দিতে চেষ্টা করে যাবো। এই নির্বাচনে প্রকৃতপক্ষে আমাদের বিয়ানীবাজার এসোসিয়েশনের জয় হয়েছে, এই অর্জনকে ধরে রেখে একটি শক্তিশালী সামাজিক সংগঠন গঠনে একসাথে সকলে কাজ করে যাবো।”
একটি সুন্দর, সফল ও আনন্দমুখর পরিবেশের নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশন, সকল ভোটার ও সর্বস্থরের বিয়ানীবাজারবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিয়ানীবাজার এসোসিয়েশনের সভাপতি টুনু মিয়া। নির্বাচনে সভাপতি পদে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী প্রতিদ্ব›দ্বী প্রার্থীদেরকেও তিনি ধন্যবাদ জানান ।