বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’র মাহেন্দ্রক্ষণে স্বাধীনতার আলো আনা সব ত্যাগী আলোকিত প্রাণদের প্রতি পরম শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর জন্য টরন্টো ফিল্ম ফোরামের সদস্যরা ‘আমার ৫০’ এবং ‘আমাদের ৫০’ নামে দুটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করে ফেব্রæয়ারি মাসে। ‘আমার ৫০’ প্রামাণ্যচিত্রে টরন্টো, মারখাম, মিশিশুয়াগা এবং ব্রামটনে বসবাসরত পাঁচ জন সম্মুখ সমরের মুক্তিযোদ্ধার যুদ্ধ-অভিজ্ঞতা চিত্রিত হয়েছে। তাঁদের কথায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক ধারাবাহিকতা উঠে এসেছে যা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের বিষয়টি উপলব্ধি করতে সাহায্য করবে। ২৬শে মার্চ রাত সাড়ে আটটায় মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে টরন্টো ফিল্ম ফোরামের কার্যালয়ে ‘আমার ৫০’ প্রামাণ্য চলচ্চিত্রটির প্রদর্শনী হয়।
প্রামাণ্যচিত্র দুটি নির্মাণের সময় বাংলাদেশ নিয়ে সম্মানিত মুক্তিযোদ্ধা ও টরন্টো ফিল্ম ফোরামের সদস্যদের অনুভূতি ধারণ করা হয় তাঁদের কথা, স্লোগান এবং গানের পঙ্তির মাধ্যমে। সাপ্তাহিক “বাংলা কাগজ” এ টরন্টো ফিল্ম ফোরাম-এর এই আয়োজন মূলত একটি ঐতিহাসিক মুহূর্তকে নিজেদের আবেগ আর অনুভূতির ক্যানভাসে ধরে রাখা।
আমার খুব বেশি মনে পড়ছে সেই সব সহযোদ্ধাদের যারা আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি দেখে যেতে পারলো না
– মুক্তিযোদ্ধা সৈয়দ লুতফুর রহমান
জয় বাংলা, জয় স্বাধীনতা, জয় মুক্তি
– মুক্তিযোদ্ধা শওকাত হোসেইন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’তে এসে মুক্তিযুদ্ধে হারানো বাবা এবং বড় ভাইয়ের সাথে আমার সব স্মৃতি আর কথাগুলো বারবার স্মরণে আসছে
– মুক্তিযোদ্ধা এম আর জাহাঙ্গীর
পৃথিবীর যেখানেই থাকি না কেন, স্বাধীন বাংলাদেশের পরিচয় নিয়েই সব সময় থাকবো। জয় বাংলা
– মুক্তিযোদ্ধা ছানাউল ইসলাম খান
টরন্টো ফিল্ম ফোরাম-এর স্বাধীনতার ৫০ বছর উদযাপনে শুভেচ্ছা। জয় বাংলা
– মুক্তিযোদ্ধা আকবর কবীর
এক তারা তুই দেশের কথা বলরে এবার বল
– বিদ্যুৎ সরকার
তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে
– দেলোয়ার হোসেন দুলাল
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
– এনায়েত করিম বাবুল
সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে
– আমিনুল ইসলাম খোকন
একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়
– জগলুল আজিম রানা
দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়
– ফয়েজ নুর ময়না
আমার খুব মনে পড়ছে সেই দিনগুলির কথা যেদিন আব্বাকে আর্মিরা ধরে নিয়ে গেলো আর বড় তিন ভাই মুক্তিযুদ্ধে চলে গেলেন
– নবিউল হক বাবলু
সব কটা জানালা খুলে দাও না
– সাগর আহমেদ
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
– সাহিদুল আলম টুকু
এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি
– আরিফ হোসেন বনি
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
– সোলাইমান তালুত রবিন
যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অংগে মাখিয়ে দেনা
– মনিস রফিক
এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলো যারা, তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না
– পারভেজ চৌধুরী
জন্ম আমার ধন্য হলো মাগো
– শিখা রউফ
চিরদিন তোমার আকাশ তোমার বাতাস
– শাকিলা মিল্কি
ও আমার বাংলা মা তোর, আকুল করা রূপের সুধায়, হৃদয় আমার যায় জুড়িয়ে
– আরিফ ভূঁইয়া
ধনধান্য পুষ্পে ভরা আমদের এই বসুন্ধরা
– গৌতম শিকদার