অনলাইন ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাহে বলেন, আফগানিস্তানের ঘটনায় প্রমাণিত হয়েছে আমেরিকাকে বিশ্বাস করা যায় না। তারা যেখানে যায় সেখানেই কেবল নিজেদের স্বার্থ রক্ষায় কাজ করে।

সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি। খবর-পার্সটুডের।

খাতিবজাদে আরও বলেছেন, আফগানিস্তানের চলমান পরিস্থিতিতে ওই সব লোকের জন্য বড় শিক্ষা রয়েছে যারা মনে করে আমেরিকা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।
তিনি বলেন, আমেরিকা প্রমাণ করেছে নিজ স্বার্থ ছাড়া আর কিছুই তারা বোঝে না এবং মিত্রদের স্বার্থ ও নিরাপত্তাও তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আফগানিস্তানকে ক্ষয়ক্ষতি ও দারিদ্র ছাড়া আর কিছুই আমেরিকা দিতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরান সব সময় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় চেষ্টা চালিয়েছে এবং প্রতিবেশী দেশগুলো এ ক্ষেত্রে সহযোগিতা করছে। তবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে মানবাধিকারের দাবিদার শক্তিগুলোর নীরবতায় বিস্ময় প্রকাশ করেছেন খাতিবজাদে।