অনলাইন ডেস্ক : ক্ষেপণাস্ত্র আক্রমণ আটকাতে নতুন সুরক্ষা ব্যবস্থা উদ্ভাবনের কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের গত মঙ্গলবার গোল্ডেন ডোম নামের এই নতুন সুরক্ষা প্রকল্পের কথা বলতে গিয়ে তিনি জানান, এই ব্যবস্থা দেশের দিকে ছুটে আসা মিসাইলকে খুঁজে বের করবে এবং নিষ্ক্রিয় করবে।

এটি বানাতে প্রায় ১৭ হাজার ৫০০ কোটি ডলার খরচ হবে বলে জানান ট্রাম্প। তার দ্বিতীয়বারের প্রেসিডেন্ট থাকার সময়সীমার মধ্যেই এটি কার্যকর করতে চান বলেও জানিয়েছেন ট্রাম্প। এই প্রকল্প রূপায়ণের জন্য ট্যাক্স-কাট বিল থেকে ২ হাজার ৫০০ কোটি ডলারের একটি তহবিল চান। ট্যাক্স-কাট বিল বিষয়টি এখনো কংগ্রেসের পর্যালোচনায় আছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ইউএস স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গেটলাইন এ উদ্যোগের প্রধান কর্মসূচি ব্যবস্থাপক হবেন।

ট্রাম্প গত জানুয়ারিতে এ প্রকল্প শুরু করার প্রথম আদেশ দেন। লক্ষ্য হলো, শত শত উপগ্রহ নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করা, যা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত, অনুসরণ ও সম্ভব হলে তা প্রতিহত করতে পারবে।