Home আন্তর্জাতিক আর্জেন্টিয়া ও চিলিতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আর্জেন্টিয়া ও চিলিতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক : আর্জেন্টিয়া এবং চিলির দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২ মে) এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি

শক্তিশালী ভূমিকম্পের পরই দুইবার আফটার শক অনুভূত হয়। ভূমিকম্পের ফলে চিলির উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয়রা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। স্থানীয় সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপকূলে বসবাসরতদের সতর্কতাসহ পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে ২১৭ কিলোমিটার দক্ষিণে। তবে ভূমিকম্পের আঘাতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক এক্স পোস্টে উপকূলীয় অঞ্চল মেগাল্যান্সে বসবাসরত বাসিন্দাদের সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।

Exit mobile version