অনলাইন ডেস্ক : আফগান নাগরিকদের কাছে বৃটেন ঋণী বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। বুধবার তিনি বলেন, যেসব আফগান নাগরিক বৃটেনে আশ্রয় নিয়েছে তাদের কাছে তার দেশ ঋণী হয়ে আছে। এই আফগান নাগরিকরা ন্যাটো বাহিনীর সঙ্গে মিলে কাজ করেছে। একইসঙ্গে এই আশ্রয় নেয়া আফগানদের সর্বোচ্চ সহযোগিতা করার ঘোষণা দেন বরিস জনসন। তিনি বলেন, আফগানিস্তানে যারা আমাদের সেনাদের সঙ্গে কাজ করেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এখন ওই আফগান ও তাদের পরিবারের সদস্যদের বৃটেনে স্থায়ী হওয়ার জন্য যতো সহযোগিতা দরকার তা নিশ্চিতে আমি বদ্ধপরিকর।
যদিও বৃটেন প্রায় ৮ হাজার আফগানকে ফেলে এসেছে বলেও ব্যাপক সমালোচনার মধ্যে পড়তে হয়েছে বরিস জনসনের সরকারকে। গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান মিলিশিয়ারা।
ফলে বৃটেনের সঙ্গে কাজ করা আফগানদের জীবন এখন ব্যাপক ঝুঁকিতে রয়েছে। তাদেরকে বের করে আনতে এরইমধ্যে নতুন করে তালেবানের সঙ্গে আলোচনা করছে বৃটেন।
