অনলাইন ডেস্ক : কানাডায় বসবাসরত বাংলাদেশিদের দেশটির আসন্ন জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন কমিউনটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে তাঁরা বলেন, রাজনৈতিক দলের কর্মসূচী, নির্বাচনী প্রতিশ্রুতি ব্যাখ্যা বিশ্লেষণ করেই যোগ্য দল এবং প্রার্থীকে ভোট দেবেন।

কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালানায় ‘শওগাত আলী সাগর লাইভের আলোচনায় তারা এই মতামত দেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অকস্মাত নির্বাচন ঘোষণার পরিপ্রেক্ষিতে ‘এই নির্বাচনের যৌক্তিকতা কী’ শীর্ষক এই আলোচনার আয়োজন করা হয়। আগামী ২০ সেপ্টেম্বর দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

কানাডার লেকহেড বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক ড. সৈয়দ সিরাজুল ইসলাম, গণমাধ্যম ব্যক্তিত্ব আসমা আহমেদ মাসুদ এবং স্থানীয় বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী সাজ্জাদ আলী আলোচনায় অংশ নেন।

আলোচকরা বলেন, কানাডার মূলধারার রাজনৈতিক কর্মাকান্ডে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ বাড়লেই সরকার এবং রাজনীতিকদের কাছে কমিউনিটির গুরুত্ব ও গ্রহণযোগ্যতা বাড়বে।

আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক ড. সৈয়দ সিরাজুল ইসলাম আসন্ন নির্বাচনে দলে দলে ভোটাধিকার প্রয়োগের জন্য বাংলাদেশি কমিউনিটির প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মূলধারার রাজনৈতিক সমাজ থেকে কমিউনিটিকে আলাদা করে রাখা যাবে না। উমহাদেশের বিভিন্ন দেশের অভিবাসীরা কানাডার মূলধারার রাজনীতিতে, সরকারের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে আসীন আছে। কানাডীয়ান রাজনৈতিক সমাজে নিজেদের অবস্থান দৃঢ় করতে না পারলে বাংলাদেশি কমিউনিটি এগিয়ে যেতে পারবে না।

তিনি বাংলাদেশি কমিউনিটির মিডিয়াগুলোকে কানাডীয়ান রাজনীতি সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত প্রকাশ করে কমিউনিটিকে কানাডীয়ান রাজনীতি ব্যাপারে উত্সাহী করে তোলার আহ্বান জানান।

গণমাধ্যম ব্যক্তিত্ব আসমা আহমেদ বলেন, রাজনৈতিক দলের কর্মসূচী কতোটা গণমুখী, অভিবাসীবান্ধব সেইসব বিবেচনা করে ভোটের জন্য প্রার্থী এবং দল বাছাই করা দরকার। যোগ্য দল এবং প্রার্থীকে জিতিয়ে দেয়ায় কমিউনিটিকে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটির যারা নির্বাচেন মনোনয়ন চান বা প্রার্থী হন- তাদের নিজেদের অবস্থান কমিউনিটির সামনে পরিস্কারভাবে তুলে ধরা দরকার যাতে কমিউনিটি তাদের ব্যাপারে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে পারে।

বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী সাজ্জাদ আলী তার বক্তৃতায় জনপ্রতিনিধি হতে আগ্রহীদের যথোপোযুক্তভাবে যোগ্য করে তোলার পরামর্শ দিয়ে বলেন, মুলধারার রাজনীতিতে বা নির্বাচনে যারা প্রার্থী হন তাদের পাশে দাঁড়িয়ে কথা বলার সক্ষমতা না থাকলে কেবল ভোটে দাঁড়িয়ে গেলেই কমিউনিটির ক্ষমতায়ন হয় না।

‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর আসন্ন নির্বাচনে বিভিন্ন দলের কর্মসূচী এবং নির্বাচনের বিভিন্ন ইস্যু নিয়ে ‘শওগাত আলী সাগর লাইভে’ নিয়মিত আলোচনার ঘোষণা দেন। তিনি বলেন, এবারের নির্বাচনে কমিউনিটির সদস্যরা যাতে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচী ভালোভাবে জানতে পারেন সেজন্য তথ্য ও সচেতনতামুলক কর্মসূচী নেয়া হবে।