Home আন্তর্জাতিক ইউক্রেনীয় ত্রাণ সংস্থায় হাহাকার

ইউক্রেনীয় ত্রাণ সংস্থায় হাহাকার

অনলাইন ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরপরই বাতিল করেছেন ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) উন্নয়ন সহায়তা। এতেই হাহাকার পড়ে গেছে ইউক্রেনে কাজ করা এনজিওগুলোতে। অর্থ সহায়তার অভাবে কার্যক্রম গুটিয়ে আনা শুরু করেছেন তারা।

বন্ধ হয়ে গেছে প্রবীণদের জন্য চালু করা হটলাইন ও ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ইউক্রেন রাষ্ট্রীয় রাজস্বের বড় অংশ ব্যয় করে সশস্ত্র বাহিনী পরিচালনায়। সরকারি খাতের ব্যয় পরিচালনার পাশাপাশি সামাজিক ও মানবিক প্রকল্পে অর্থায়নের জন্য বৈদেশিক সহায়তা বিশেষ করে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে দেশটি।

এদিকে, ইউক্রেনে ড্রোন হামলা জোরদার করেছে রাশিয়া। দেশটির পূর্বাঞ্চলীয় শহর সুমির একটি আবাসিক ব্লকে ড্রোন হামলায় অন্তত চারজন নিহত ও শিশুসহ আহত হয়েছেন আরও ৯ জন বলে জানিয়েছে কিয়েভ। রয়টার্স

Exit mobile version