অনলাইন ডেস্ক : রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে সহায়তার জন্য ১ হাজার ৩৬০ কোটি ডলারের তহবিলে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। বুধবার রাতে এই তহবিলে অনুমোদন দেওয়া হয়। এ সপ্তাহের শেষ নাগাদ সিনেটেও এ প্রস্তাব অনুমোদন পাবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেনে যুদ্ধ চলছে। আমরাও এখানে গুরুত্বপূর্ণ কাজ করেছি।’ তিনি জানান, সমানভাবে বিভক্ত সিনেটে তার দলের ডেমোক্র্যাট সিনেটরদের জন্য এই প্রস্তাবটি অনুমোদন করাতে বিরোধী রিপাবলিকান দলের অন্তত ১০ জন সদস্যের সমর্থন দরকার হবে। ডেমোক্র্যাটরা জানেন, এ জন্য তাদের ‘সমঝোতায়’ যেতে হবে। প্রতিনিধি পরিষদে দুটি আলাদা ভোটে সহায়তা তহবিলের এই বিলটি অনুমোদন পায়। এই সহায়তা উদ্যোগের মধ্যে নিরাপত্তা কর্মসূচিগুলোর পক্ষে বিপুল সমর্থন মিলেছে। প্রস্তাবটি ৩৬১-৬৯ ভোটে পাশ হয়।
অন্য কর্মসূচিগুলো ২৬০-১৭১ ভোটে অনুমোদন পায়, যেখানে বেশির ভাগ বিরোধিতাকারীই রিপাবলিকান দলের আইনপ্রণেতা। এই সহায়তা তহবিলে ৬৫০ কোটি ডলার রাখা হয়েছে পূর্ব ইউরোপে সেনা ও অস্ত্র পাঠাতে। এর মধ্যে মিত্র বাহিনীকে অস্ত্রায়নও অন্তভুর্ক্ত রয়েছে। এছাড়া ৬৮০ কোটি ডলার রাখা হয়েছে শরণার্থীদের খোরপোষ, মিত্রদের সহায়তা, রাশিয়ার বিরুদ্ধে আরো অর্থনৈতিক অবরোধ আরোপ করতে। এ প্যাকেজের জন্য প্রেসিডেন্ট জো বাইডেন ১ হাজার কোটি ডলার চেয়েছিলেন।
স্পিকার পেলোসি জানান, বুধবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ৪৫ মিনিট কথা বলেছেন। তার দেশের জন্য অস্ত্র ও অন্যান্য সহায়তার বিষয়ে তারা আলোচনা করেছেন।
এদিকে রাজধানী কিয়েভকে রক্ষার জন্য ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার বাহিনীগুলোর বিরুদ্ধে পালটা হামলা চালিয়েছে বলে খবর দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম স্পিলেনে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ভাদিম দেনিসেঙ্কোকে উদ্ধৃত করে এ খবর দিয়েছেন তারা। তিনি বলেন, ‘রাতটি খুব কঠিন ছিল, কিন্তু সাধারণভাবে আমরা বলেতে পারি, কিয়েভের কাছে ইউক্রেনের সেনাবাহিনী পালটা হামলা চালিয়েছে। আমরা এক সারিতে পাঁচটি ট্যাংক রেখে বু্যহ রচনা করেছি।’
– রয়টার্স






