Home কানাডা খবর ইউক্রেনের সংঘাত আলোচনার টেবিলেই অবসান হবে: কানাডার পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনের সংঘাত আলোচনার টেবিলেই অবসান হবে: কানাডার পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : ইউক্রেনের সংঘাত শেষ পর্যন্ত আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে, তবে আপাতত কিয়েভকে আলোচনার টেবিলে তার অবস্থানকে শক্তিশালী করতে পাল্টা আক্রমণ পরিচালনা করতে হবে, কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন।

তিনি বলেন, ‘এক পর্যায়ে, আলোচনার টেবিলে যুদ্ধের নিষ্পত্তি হবে, যেমনটি প্রতিটি যুদ্ধের ক্ষেত্রে হয়,’ তিনি বলেছিলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে যে ইউক্রেন আলোচনার টেবিলে শক্তিশালী, …তাই আমরা আলোচনার সাথে সাথে পাল্টা আক্রমণকে সমর্থন করছি।’

জোলি আরও উল্লেখ করেছেন যে কিয়েভকে ‘দীর্ঘমেয়াদী নিরাপত্তা আশ্বাস’ প্রদান করা প্রয়োজন যাতে ইউক্রেন ভবিষ্যতে রাশিয়ার সাথে সামরিক সংঘর্ষ এড়াতে পারে।

জলির পূর্ণ সাক্ষাৎকারটি রোববার প্রচারিত হবে। সূত্র: তাস।

Exit mobile version