অনলাইন ডেস্ক : পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের একটি স্কুলে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন।

রোববার (৮ মে) অঞ্চলটির গভর্নর এই তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয় সময় শনিবার বিকালে ভয়াবহ ওই হামলা হয়।

গভর্নর শেরহিই গাইডাই জানান, অন্তত ৯০ জন ইউক্রেনীয় প্রত্যন্ত এলাকা বিলোহোরেভকার ওই স্কুলটিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন। হামলার পরপরই পুরো ভবনে আগুন ছড়িয়ে যায়।

ইউক্রেনীয় এই গভর্নর বলেন, দীর্ঘ চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ধ্বংসস্তূপ থেকে দু’জনের মৃতদেহ পাওয়া যায়।

রোববার ৭৩তম দিনে গড়িয়েছে গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন সংঘাত। দুই দেশের মধ্যে চলা এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় তিন হাজার ২৮০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও প্রায় তিন হাজার ১৮২ জন। তবে প্রকৃত হতাহতের সংখ্যা এর চেয়ে আরও অনেক বেশি বলে এক বিবৃতিতে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।