সুহেল ইবনে ইসহাক: কানাডা রাশিয়ান আক্রমণের বিরুদ্ধে তার লড়াইকে সমর্থন করার জন্য ইউক্রেনে ট্যাঙ্ক-বিরোধী অস্ত্র এবং উন্নত গোলাবারুদ সরবরাহ করবে বলে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত সোমবার ঘোষণা করেছেন। তিনি আরো জানান রাশিয়ান অশোধিত তেল আমদানি নিষিদ্ধকরা হবে ।

“কানাডা রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের বীরত্বপূর্ণ প্রতিরক্ষার জন্য সমর্থন প্রদান অব্যাহত রাখবে, আমরা রাশিয়া থেকে সমস্ত অশোধিত তেল আমদানি নিষিদ্ধ করার আমাদের অভিপ্রায় ঘোষণা করছি, যা রাষ্ট্রপতি পুতিন এবং তার অলিগার্চদের ব্যাপকভাবে উপকৃত করেছে।” গতকাল সোমবার অটোয়ায় সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রæডো এসব পদক্ষেপের কথা উল্লেখ করেন। (খবর:সিপি-২৪)

কানাডা ইতিমধ্যেই ইউক্রেনে অস্ত্র এবং অন্যান্য সহায়তা পাঠিয়েছে, আন্তর্জাতিক ব্যাঙ্কের অর্থপ্রদানের জন্য সুইফ্ট সিস্টেম থেকে রাশিয়াকে অপসারণে সমর্থন সহ বেশ কয়েকটি নিষেধাজ্ঞাকে সমর্থন করেছে।

প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দ বলেন, “আমরা ইউক্রেনকে আরও বেশি প্রাণঘাতী সহায়তা দিচ্ছি, এবং আমরা ১০০টি কার্ল গুস্তাফ অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র সিস্টেম এবং ২,০০০ রকেট পাঠাব, যা আমরা যত তাড়াতাড়ি সম্ভব সরবরাহ করব।”

পরিসংখ্যান কানাডা অনুসারে, কানাডা ২০২১ সালে ২৮৯ মিলিয়ন কানাডিয়ান ডলার মূল্যের রাশিয়ান এনার্জি প্রোডাক্ট আমদানি করেছে। রাশিয়ান তেল নিষেধাজ্ঞা শুধুমাত্র অশোধিত তেলের জন্য প্রযোজ্য, তবে সরকার পরবর্তী তেল ডেরিভেটিভ পণ্যের দিকে নজর দিচ্ছে বলে একটি সরকারি সূত্র জানিয়েছে।কানাডা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে তার বৈদেশিক রিজার্ভ অ্যাক্সেস করতে সক্ষম হতে সীমাবদ্ধ করার ক্ষেত্রেও ভূমিকা পালন করেছে।

প্রধানমন্ত্রী ট্রুডো বলেন যে, তার সরকার স্বাধীন কানাডিয়ান রেডিও-টেলিভিশন এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রককে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন স¤প্রচারকারী আর.টি. এই বলে বাদ দিতে বলেছে যে “এটি গুরুত্বপূর্ণ যে কানাডিয়ান এবং সারা বিশ্বের মানুষ সঠিক তথ্যের মুখোমুখি হবে।”কানাডিয়ান কেবল অপারেটররা রবিবার বলেছে যে তারা স্বেচ্ছায় আর.টি. বাদ দেবে।

এর আগে সোমবার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জোলি বলেন, জি-৭ গ্রুপ রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আনবে।