Home কানাডা খবর ইউক্রেনে যৌন সহিংয়সতার বিচার চাইবে কানাডা: ফ্রিল্যান্ড

ইউক্রেনে যৌন সহিংয়সতার বিচার চাইবে কানাডা: ফ্রিল্যান্ড

অনলাইন ডেস্ক : কানাডার উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেছেন, তার দেশ ইউক্রেনে যৌন সহিংসতার আন্তর্জাতিক তদন্ত ও বিচার চাইবে। ক্যালগরিতে গত বৃহস্পতিবার এক বক্তৃতায় তিনি বলেন, রুশ সৈন্যরা ইউক্রেনের নারী ও শিশুদের যৌন হয়রানী করছে। ওই সব নির্যাতিত নারী ও শিশুর পক্ষে ন্যায় বিচার চাইতে কানাডা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, রাশিয়ান সৈন্যরা বে-আইনীভাবে ধর্ষণকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করছে। কানাডা এসব অপরাধের বিচারের জন্য তার গণতান্ত্রিক মিত্রদের সাথে একযোগে কাজ করবে। ফ্রিল্যান্ড, যিনি উপ-প্রধানমন্ত্রীত্বের সাথে সাথে কানাডার অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করছেন, তিনি বলেন- ইউক্রেনে রুশ দখলদারিত্বকে ‘গণহত্যা’ ঘোষণা করা উচিত। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যে বলেছেন, যুদ্ধের নামে ইউক্রেনে হাজার হাজার সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে এবং ভয়াবহ নৃশংসতা ছড়ানো হচ্ছে। ফ্রিল্যান্ড বলেন, তিনি ইউক্রেনকে কানাডার সম্ভাব্য সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন। প্রায় ১৩ দিন আগে একটি রুশ ওয়েবসাইটে প্রচারিত তথ্য চিত্রের উদ্বেৃতি দিয়ে ফ্রিল্যান্ড বলেন, রাশিয়ানরা ইউক্রেনে গণহত্যার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। গণতন্ত্র ও এক নায়কতন্ত্রের এই লড়াইয়ে কানাডার স্বার্থেই ইউক্রেনকে সমর্থন করা উচিত। প্রসঙ্গত, যুদ্ধ শুরুর পর হাজার হাজার শরনার্থী পাশ্ববর্তী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। এই শরনার্থীদের যতœ ও পুনবার্সনে সহায়তার জন্য কানাডা কাজ করে যাচ্ছে। এছাড়া ইউক্রেনকে অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ দিয়েও সহায়তা করছে কানাডা। ফ্রিল্যান্ড বলেন, ‘আমি এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে উদ্বিঘœ তা হল, সেখানে নারী ও শিশুদের ধর্ষণ। এই যুদ্ধে ধর্ষণকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। আমি চাই ইউক্রেনের নারীরা জানুক আমরা তাদের পাশে আছি। তাদের পক্ষে ন্যায় বিচারের জন্য আমরা সব কিছু করব।’ সূত্র : রেডিও কানাডা

Exit mobile version