Home কানাডা খবর ইউক্রেনে হামলা সত্ত্বেও রুশদের জন্য প্রবেশ উন্মুক্ত রেখেছে কানাডা

ইউক্রেনে হামলা সত্ত্বেও রুশদের জন্য প্রবেশ উন্মুক্ত রেখেছে কানাডা

অনলাইন ডেস্ক : রাশিয়ানদের ভিসা প্রদান থেকে বিরত থাকার জন্য কানাডা সহ অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। তবে সমালোচকরা বলছেন, এটি ভ্লাদিমির পুতিনের শাসন থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন এমন ব্যক্তিদের ক্ষতি করতে পারে।
কানাডা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটিতে রাশিয়ার ফ্লাইট প্রবেশ নিষিদ্ধ করেছে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ সপ্তাহে ইউক্রেনীয়দের স্বাধীনতা দিবসে বলেছিলেন: আপনারা একা নন, কানাডিয়ানরা আপনার পাশে দাঁড়িয়েছে।

তবুও কানাডা ভিসা বন্ধের মত পদক্ষেপ নেয়নি যা ইউক্রেন সরকার এখন আহ্বান করছে। কানাডা রাশিয়ানদের জন্য তার সীমানা বন্ধ করেনি – অন্তত পুরোপুরি নয়।
স্টার কর্তৃক প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারী রুশ সেনাবাহিনী ইউক্রেনে আক্রমণ করার পর থেকে অটোয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাশিয়ার নাগরিকদের হাজার হাজার ভিসা জারি করেছে।

২৪ ফেব্রুয়ারি – রাশিয়ান আক্রমণের দিন থেকে ৩০ জুনের মধ্যে রাশিয়ান নাগরিকদের ৩ হাজার ৫৬০টি ভিসা দেয়া হয়েছে? তাদের মধ্যে ১৩০ জন স্টুডেন্ট পারমিট, ২ হাজার ৩৭৭টি অস্থায়ী আবাসিক পারমিট এবং ১ হাজার ৫৩ টি ওয়ার্ক পারমিট। অস্থায়ী আবাসিক ভিসা সীমিত সময়ের জন্য কানাডায় ভ্রমণকারী রাশিয়ান নাগরিকদের জন্য জারি করা হয়।
রাশিয়ান নাগরিকদের নিপীড়ন থেকে সুরক্ষা চাওয়ার মতো সবচেয়ে জরুরি পরিস্থিতিতে বিদেশ ভ্রমণে বাধা দিয়ে পুতিন সরকারের উপর চাপ বাড়াতে ইউক্রেন সরকার এবং পূর্ব ইউরোপীয় দেশগুলোর ক্রমবর্ধমান চাপের মধ্যে ভিসা-সংখ্যার স্ন্যাপশট সামনে এসেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মাসে বলেছিলেন, এমন কিছু লোক আছে যাদের সত্যিই সুরক্ষা দরকার, যারা রাশিয়ায় নির্যাতিত, এমনকি নিহতও হতে পারে; তাই তাদের সভ্য বিশ্বের কাছ থেকে সাহায্য পাওয়া উচিত।

কিন্তু জেলেনস্কি বলেছিলেন যে রাশিয়া থেকে পালানোর সুযোগ কেবল তাদেরই দেয়া উচিত যারা শাসনের সাথে লড়াই করে এবং তাদের জীবন ও স্বাধীনতাকে বাজি রাখে; এটি ইউরোপের বাকি রাশিয়ান নাগরিকদের জন্য (পর্যটন, বিনোদন, ব্যবসায়িক বিষয়ের জন্য) প্রযোজ্য নয়। সূত্র : দ্য স্টার

Exit mobile version