Home আন্তর্জাতিক ইউক্রেনে ১০০ মিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনে ১০০ মিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইউক্রেনে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেসামরিক নিরাপত্তা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। দেশটির স্টেট ডিপার্টমেন্ট এ তথ্য জানিয়েছে। রোববার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, ‘নাগরিকদের প্রয়োজনীয় সীমান্ত নিরাপত্তা দিতে’, ‘নাগরিক আইন প্রয়োগকারী কর্মকাণ্ডগুলো বজায় রাখতে’ এবং ‘গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো রক্ষা করতে’ এ অর্থ সরবরাহ করা হবে।

ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা অব্যাহত। পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভে ভারি রকেট হামলা চালানো হচ্ছে। ঠিক এই সময়ে শনিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন ঘোষণা এসেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ড সফর করছেন, যার সীমান্ত লাভিভ থেকে মাত্র ৭০ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেনীয় স্টেট বর্ডার গার্ডস এবং ন্যাশনাল পুলিশকে সাঁজোয়া যান, সরঞ্জামসহ বেসামরিক নিরাপত্তা সহায়তায় অতিরিক্ত ১০০ মিলিয়ন মার্কিন ডলার দেবে যুক্তরাষ্ট্র, যারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নৃশংস হামলা থেকে ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং বেসামরিক নাগরিকদের রক্ষা করার জন্য সামনের সারিতে রয়েছে।

শনিবার পোল্যান্ডের প্রেসিডেনশিয়াল প্যালেসের সামনে বক্তব্য দেওয়ার সময় পুতিনকে ‘একনায়ক’ ও ‘কসাই’ বলে অভিহিত করেন জো বাইডেন। তিনি বলেন, ‘ঈশ্বরের দোহাই, এই ব্যক্তি (পুতিন) আর ক্ষমতায় থাকতে পারবেন না।’ এ সময় তিনি রাশিয়ার বিরুদ্ধে গণতান্ত্রিক বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান।

বাইডেন বলেন, বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক মুক্তির পথ ধরে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করব আমরা।

একইদিন পুতিনকে কসাই বলায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। এ বিষয়ে হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলা হয়, রাশিয়ার শাসন ক্ষমতা পরিবর্তনের চেষ্টা করবে না যুক্তরাষ্ট্র। এরপর একই দিন বাইডেন বললেন, পুতিন আর ক্ষমতায় থাকতে পারবেন না।

Exit mobile version