Home আন্তর্জাতিক ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রস্তাবে আগ্রহী পুতিন

ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রস্তাবে আগ্রহী পুতিন

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি পরিকল্পনা ভবিষ্যৎ চুক্তির ভিত্তি হিসেবে কাজ করতে পারে। তবে কিয়েভ সেনা না সরালে আরও ভূখণ্ড দখলের হুমকি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পুতিন এ মন্তব্য করেন। তিনি নিশ্চিত করেন যে- ক্রেমলিন আগামী সপ্তাহের শুরুর দিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের মস্কো সফরের আশা করছে।

পুতিন বলেন, ‘ক্রেমলিন আলোচনা করতে প্রস্তুত।’

তবে দ্রুত কোনো সাফল্যের সম্ভাবনা কম বলে মনে হচ্ছে, কারণ পুতিন আবারও তার সর্বোচ্চ দাবি তুলে ধরে বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধ শেষ হবে শুধুমাত্র তখনই, যখন ইউক্রেনীয় সেনারা তাদের দখলে থাকা অঞ্চলগুলো থেকে সরে দাঁড়াবে।’

‘তারা যদি সরে না দাঁড়ায়, তাহলে আমরা সামরিক উপায়ে তা নিশ্চিত করব,’ বলেন রুশ প্রেসিডেন্ট।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন- তার প্রতিনিধিদল জেনেভায় নির্ধারিত বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য এই সপ্তাহের শেষের দিকে মার্কিন কর্মকর্তাদের সঙ্গেও দেখা করবে।

ভিডিও ভাষণে জেলেনস্কি বিস্তারিত কিছু না জানিয়ে বলেন, ‘আগামী সপ্তাহে শুধুমাত্র আমাদের প্রতিনিধিদলের জন্য নয়, ব্যক্তিগতভাবে আমার জন্যও গুরুত্বপূর্ণ আলোচনা হবে।’

Exit mobile version