Home কানাডা খবর “ইউনাইটেড বাউ এলামনাই” শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন : বাংলাদেশ...

“ইউনাইটেড বাউ এলামনাই” শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের কানাডা প্রবাসী গ্রজুয়েটদের সংগঠন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের কানাডা প্রবাসী গ্রজুয়েটদের সংগঠন “ইউনাইটেড বাউ এলামনাই” শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে টরন্টোর ডেন্টনিয়া পার্কে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মনুমেন্ট”-এ বায়ান্নর ভাষা শহিদ সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ উপলক্ষে ২১ তারিখ রাত ১২.০১ মিনিটে সংগঠনের পক্ষ থেকে কৃষিবিদ নেতৃবৃন্দ তাঁদের পরিবারবর্গসহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পার্ঘ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, বাকসু’র সাবেক ভিপি ফায়েজুল করিম, সাধারণ সম্পাদক মির্জা মুস্তাফিজুর রহমান (পারভেজ), সহ-সাধারণ সম্পাদক জিয়াউল আহসান চৌধুরী। আবাকানের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, ইউনাইটেড বাউ এলামনাই ডিরেক্টর জাহানারা খানম (চিনু), শাহেদা আজামী (আরজু), আব্দুর রাজ্জাক, হাশমত আরা চোধুরী (জুঁই), ফরিদ আহমেদ, গোলাম আযম, রওশন আরা পারভীন ও কাজী জাকির আহসান।

Exit mobile version