অনলাইন ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা গাড়ির ওপর শুল্ক সর্বোচ্চ ১১০ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশে নামানোর পরিকল্পনা করছে ভারত বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। দুই পক্ষের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পথে এগোনোর মধ্যে এটিই হবে ভারতের বিশাল বাজার সবচেয়ে বড় মাত্রায় উন্মুক্ত করার পদক্ষেপ। চুক্তিটি মঙ্গলবারের মধ্যেই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আলোচনার বিষয়ে অবহিত দুটি সূত্র রয়টার্সকে জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা সীমিত সংখ্যক গাড়ির ওপর শুল্ক তাৎক্ষণিকভাবে কমাতে সম্মত হয়েছে।
এই ছাড় প্রযোজ্য হবে ১৫ হাজার ইউরোর বেশি আমদানি মূল্যের গাড়ির ক্ষেত্রে।
সূত্রগুলো আরো জানায়, সময়ের সঙ্গে সঙ্গে এই শুল্ক আরো কমিয়ে ১০ শতাংশে নামানো হবে। এর ফলে ভলকসওয়াগেন, মারসিডিস-বেঞ্চ এবং বিএমডব্লিউর মতো ইউরোপীয় গাড়ি নির্মাতাদের জন্য ভারতের বাজারে প্রবেশ সহজ হবে।






