অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলের কাছাকাছি অন্তত ১৫০ জন রোহিঙ্গা শরণার্থীবাহী নৌযান ডুবে গেছে। এতে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল নাগাদ অন্তত ৬৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার উদ্ধারকারী দল।

বেঁচে ফেরা রোহিঙ্গারা জানান, আগেরদিন আচেহ প্রদেশের কুয়ালা বুবন সমুদ্র সৈকত থেকে ১২ মাইল দূরে বিরুপ আবহাওয়ার কবলে পড়ে তাদের নৌযানটি। পরে পাথরের সাথে ধাক্কা খেয়ে সেটি ডুবে যায়। কাছাকাছি থাকা জেলেরা তাৎক্ষণিকভাবে দুই পুরুষ ও চার নারীকে জীবিত উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, এই দুর্ঘটনায় মারা যাওয়াদের বেশিরভাগই সাঁতার না জানা নারী ও শিশু। সাম্প্রতিক সময়ে সমুদ্রে ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ হয়ে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় আশ্রয় নেয়ার প্রবণতা বেড়েছে। জাতিসংঘ শরণার্থী সংস্থার জরিপ অনুযায়ী, গত ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় বৈধভাবে আশ্রয় নিয়েছেন ১ লাখ আট হাজার পাঁচশ’ জনের বেশি রোহিঙ্গা।