Home আন্তর্জাতিক ইয়েমেনে মার্কিন বিমান হামলা, নিহত ৬

ইয়েমেনে মার্কিন বিমান হামলা, নিহত ৬

অনলাইন ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অভিযোগ উঠেছে। এতে আল-কায়েদের পাঁচজন সদস্য নিহত হয়েছে। ইয়েমেনের দুটি নিরাপত্তা সূত্র এএফপিকে শনিবার (২৪ মে) এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ

আবিয়ান প্রদেশের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই এলাকার বাসিন্দারা যুক্তরাষ্ট্রের বিমান হামলার কথা নিশ্চিত করেছেন। হামলায় আল-কায়েদার পাঁচ সদস্য নিহত হন বলে জানান তারা। সীমান্ত অঞ্চল এডেনে এ ঘটনা ঘটে। যেখানে আন্তর্জাতিক স্বীকৃত সরকার রয়েছে।

দ্বিতীয় সূত্রটি জানিয়েছে, শুক্রবার বিকেলে খাবার আল-মারাকশার উত্তরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে পাঁচজন নিহত হয়েছে। ওই অঞ্চলটি পাহাড় বেষ্টিত এবং আল-কায়েদা ব্যবহার করে থাকে।

দ্বিতীয় সূত্রটি আরও জানিয়েছে, নিহতদের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে হামলায় আল-কায়েদার স্থানীয় এক নেতাও নিহত হয়েছেন।

ওয়াশিংটন এক সময়ে আরব উপদ্বীপের আল-কায়েদাকে সশস্ত্র নেটওয়ার্কের সবচেয়ে ভয়াবহ শাখা হিসেবে বিবেচনা করত।

২০০৯ সালে ইয়েমেন ও সৌদি আরবে জন্ম নেওয়া এই গোষ্ঠিটি একীভূত হয়ে ইয়েমেনে গৃহযুদ্ধের সময় তাদের কার্যক্রম শক্তিশালী করে। পরবর্তীতে ২০১৫ সালে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়ে সৌদি সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াই করে আল-কায়েদা।

চলতি মাসে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে। এর ফলে ইয়েমেনে কয়েক সপ্তাহ ধরে চলা মার্কিন হামলার অবসান ঘটে। কিন্তু করে নতুন এই হামলা আবারও প্রশ্নের জন্ম দিয়েছে।

Exit mobile version