অনলাইন ডেস্ক : ইরানের নীতি পুলিশের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। সম্প্রতি তেহরানে ‘নীতি পুলিশের’ হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির (২২) মৃত্যু হয়। এর জেরে দেশটির শহরে শহরে বিক্ষোভ হচ্ছে। সপ্তাহ ধরে চলা বিক্ষোভ-সহিংসতায় ৭৫ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। মাসার মৃত্যুর ঘটনায় দেশ-বিদেশে এখন আলোচনায় ইরানের ‘নীতি পুলিশ’।
সোমবার এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ইরানের তথাকথিত নীতিপুলিশসহ কয়েকডজন ব্যক্তি এবং সত্ত্বার ওপর আমরা নিষেধাজ্ঞা দিব। ট্রুডো বলেন, বিশ্বের লাখ লাখ মানুষ চাচ্ছে, ইরান তাদের জনগণের কথা শুনুক, স্বাধীনতা এবং অধিকারের ওপর নিপীড়ন শেষ করুক। কানাডা, কানাডার জনগণ বিশ্বের মানুষদের পাশাপাশি ইরানের জনগণের পাশে আওয়াজ তুলছি। সূত্র: আরব নিউজ