অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরানকে ঘিরে সামরিক কৌশল নিয়ে নতুন করে আলোচনায় আসলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পরমাণু কেন্দ্র ধ্বংস করার সক্ষমতা ইসরায়েলের নেই বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২০ জুন) বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্র এতটাই গভীরে অবস্থিত যে, ইসরায়েলের পক্ষে এটি ধ্বংস করা প্রায় অসম্ভব। তিনি জানান, ইসরায়েল হয়তো সামান্য ক্ষতি করতে পারবে, কিন্তু পুরো কেন্দ্রটি ধ্বংস করার মতো প্রযুক্তি ও সক্ষমতা তাদের নেই। তবে তার মতে, হয়তো এই ধ্বংসের প্রয়োজনীয়তাই আসবে না।
ট্রাম্প বলেন, “সত্যি বলতে, ইসরায়েলের সক্ষমতা খুবই সীমিত। তারা হয়ত ফোর্দোর ছোট একটি অংশ ক্ষতিগ্রস্ত করতে পারবে। কিন্তু তারা এত গভীরে যেতে পারবে না। তাদের সেই সামর্থ্য নেই। তবে সম্ভবত এই হামলার প্রয়োজনও পড়বে না।”
ফোর্দো পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রটি ইরানে পাহাড়ের নিচে মাটির প্রায় ২৬২ মিটার (প্রায় ৮৬০ ফুট) গভীরে অবস্থিত। এই কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চলে বলে মনে করা হয়। এত গভীরে থাকা কারণে এটি বাইরের যেকোনো সামরিক হামলা থেকে সুরক্ষিত বলে বিবেচিত।
এই ধরনের স্থাপনা ধ্বংস করতে যে ধরনের শক্তিশালী অস্ত্র দরকার, তা বর্তমানে কেবল যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। সবচেয়ে শক্তিশালী বাঙ্কার-বাস্টার বোমা যার ওজন প্রায় ৩০ হাজার পাউন্ড—সেটিও এই ফোর্দো কেন্দ্র ধ্বংসে যথেষ্ট কিনা, তা নিয়ে রয়েছে সন্দেহ। বিশেষজ্ঞদের মতে, ফোর্দোর কংক্রিট ও পাথরের স্তর এতটাই গভীর ও মজবুত যে, একটি একক বোমা কেন্দ্রটিকে পুরোপুরি ধ্বংস নাও করতে পারে।
তথ্যসূত্র : টাইমস অব ইসরায়েল
