Home আন্তর্জাতিক ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে আক্রমণে ইসরায়েলকে সামরিক সহায়তা না দিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। এমনকি অন্য কোনোভাবেও যেন সহায়তা না করা হয়, সে বিষয়ে জোর দিয়েছে মস্কো।

রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা অনুসারে, বুধবার (১৮ জুন) রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়া বা এমনকি এই ধরনের ‘অনুমানমূলক বিকল্প’ বিবেচনা করার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন।

তিনি বলেছেন, ‘এটি এমন একটি পদক্ষেপ হবে, যা পুরো পরিস্থিতিকে আমূল অস্থিতিশীল করে তুলবে।’

এর আগে মার্কিন অভ্যন্তরীণ আলোচনার সাথে পরিচিত একটি সূত্র জানায়, ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় ইসরায়েলে যোগদানসহ বেশ কয়েকটি ‘বিকল্প’ বিবেচনা করছেন।

গতকাল মঙ্গলবার ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার বিষয়ে খোলাখুলিভাবে হুমকি দেন। তিনি বলেন, ‘আমরা তাকে বের করে (হত্যা!) করব না, অন্তত আপাতত।’

এমন প্রেক্ষাপটে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের মন্তব্যগুলো এলো।

এদিকে, পৃথক মন্তব্যে রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থা এসভিআর-এর প্রধান সের্গেই নারিশকিনবলেছেন, ইরান এবং ইসরায়েলের মধ্যে পরিস্থিতি এখন সংকটজনক।

Exit mobile version