Home আন্তর্জাতিক ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী আর্নল্ট

ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী আর্নল্ট

অনলাইন ডেস্ক : চলতি বছর ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার ব্যাপক শেয়ারদর কমেছে। এতে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় প্রথম স্থান হারিয়েছেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফোর্বস এবং সংবাদমাধ্যম ব্লুমবার্গের তথ্যানুসারে, মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনীর স্থান দখল করেছেন বার্নার্ড আর্নল্ট। প্যারিসভিত্তিক বিলাসবহুল পণ্যদ্রব্য গোষ্ঠী এলভিএমএইচের প্রধান নির্বাহী তিনি।

অন্যদিকে টেসলার প্রধান নির্বাহী মাস্ক। প্রতিষ্ঠানটির বড় শেয়ারহোল্ডারও তিনি। গত অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে সোশ্যাল মিডিয়া টুইটার কিনেছেন মার্কিন এ ধনকুবের।

এজন্য অনেক শেয়ার বিক্রি করেছেন মাস্ক। এতে তার সম্পদের পরিমাণ কমে গেছে। ফলে তিনি বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় প্রথম স্থান হারিয়েছেন তিনি।

বর্তমানে মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৭৮ বিলিয়ন ডলার। আর আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮৮ বিলিয়ন ডলার।

তবে এবার প্রথম নয়। এর আগে ২০২১ সালেও বিশ্বের শীর্ষ ধনকুবেরদের তালিকায় দ্বিতীয় স্থানে নেমে যান মাস্ক। তবে দীর্ঘদিনের চেষ্টায় এই প্রথম বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব পেলেন আর্নল্ট।

Exit mobile version