অনলাইন ডেস্ক : অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য সরকারি ভবনে ইহুদিবাদী ইসরাইলের পতাকা উত্তোলনের প্রতিবাদে ভিয়েনা সফর বাতিল করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ।

দ্বিপক্ষীয় সফর এবং ভিয়েনায় স্বাগতিক অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার শালেনবার্গের সঙ্গে শনিবার সাক্ষাৎ করার কথা ছিল জারিফের। খবর আনাদোলুর।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে জাভিদ জারিফ অস্ট্রিয়া সফরকে উপযুক্ত মনে করেননি এবং এ কারণে তার সফরটি চূড়ান্ত করা হয়নি।

অস্ট্রিয়ার দাবি, জারিফের সফর বাতিলের ফলে ‘দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের অবনতি হবে না। একই সঙ্গে দেশটি বলেছে— কিছু কূটনৈতিক সফর অনুষ্ঠানের স্বার্থে ইসরাইলের প্রতি সংহতি প্রদর্শনের অবস্থান থেকে অস্ট্রিয়া সরে আসবে না।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে। তবে এর আগে বলা হয়েছিল, জারিফ দ্বিপক্ষীয় সফরে অস্ট্রিয়া যাচ্ছেন এবং পরমাণু সমঝোতাবিষয়ক আলোচনার সঙ্গে তার সফরের সম্পর্ক নেই।