অনলাইন ডেস্ক : এবার ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলার হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। বলেছেন, গাজায় জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা-ইউএনআরডব্লিউএর কার্যক্রম ঠেকানোর চেষ্টা আর জব্দ করা সম্পদ ফেরত না দিলে এমন পদক্ষেপ নিতে বাধ্য হবেন।
গাজায় অব্যাহত মানবাধিকার লঙ্ঘন আর গণহত্যার গুরুতর অভিযোগ নিয়ে জাতিসংঘের সাথে ইসরাইলের দীর্ঘ টানাপোড়েনের ধারাবাহিকতায় গুতেরেসের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি এলো।
গত ৮ জানুয়ারি ইসরাইলের প্রধানমন্ত্রী আন্তেনিও গুতেরেস বরাবর চিঠি পাঠিয়েছেন গুতেরেস। এতে গাজায় ইউএনআরডব্লিউএর কার্যক্রম বন্ধ করতে ইসরাইলের আইন প্রণয়নের কথা উল্লেখ করে উদ্বেগ জানিয়েছেন তিনি।
গুতেরেস বলেছেন, এমন তৎপরতা আন্তর্জাতিক আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক। অবিলম্বে এই অপতৎপরতা থেকে ইসরাইল না সরলে বিষয়টি আইসিজেতে টেনে নেয়ার ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এর প্রতিক্রিয়ায় নিজেদের অবস্থানে অনড় থাকার স্পষ্ট বার্তা দিয়েছে ইসরাইলের পররাষ্ট্র দপ্তর।
গাজায় গণহত্যার অভিযোগে ২০২৩ সালের ডিসেম্বরে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। যার বিচার কার্যক্রম এখনও চলছে।
সূত্র: আল জাজিরা, রয়টার্স






