স্পোর্টস ডেস্ক : ইসরায়েলের বর্বরোচিত হামলায় প্রাণ হারালেন ইরানের স্বর্ণ পদকজয়ী কারাতে খেলোয়াড় হেলেনা ঘোলামি।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে তেহরান টাইমস।

ইরানের লোরেস্তান প্রদেশের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হন এই কিশোরী। কারাতে নিয়ে বিশ্বজয় করার স্বপ্ন ছিল তার।

হেলেনার আগে আরও ৬ ক্রীড়াবিদ ও একজন কোচ ইসরায়েলের হামলায় প্রাণ হারান।

এর ফলে এক হয়েছে ই রানের ক্রীড়াঙ্গন। তেহরানে জাতিসংঘ অফিসের বাইরে মানববন্ধন করে সাধারণ মানুষ ও ক্রীড়াবিদ হত্যার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির স্পোর্টস কমিউনিটি।