Home আন্তর্জাতিক ইসরায়েল-ইরান সংঘাত, প্রথমবারের মতো মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট

ইসরায়েল-ইরান সংঘাত, প্রথমবারের মতো মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক : ইসরায়েল-ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার (১৭ জুন) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, জিনপিং বলেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপের মধ্যপ্রাচ্যে উত্তেজনা “আকস্মিক বৃদ্ধি” নিয়ে তার দেশ “গভীরভাবে উদ্বিগ্ন”।

গত শুক্রবার ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রথম প্রকাশ্য মন্তব্যে করলেন চীনের এই নেতা। তিনি বলেন, চীন-ইরানের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এবং অর্থনৈতিক সমর্থক। “অন্যান্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘনকারী যেকোনো কর্মকাণ্ডের” বিরোধিতা করে চীন।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেক প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সাথে বক্তৃতাকালে জিনপিং বলেন, “সামরিক সংঘাত সমস্যা সমাধানের উপায় নয় এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ নয়।”

জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে ইরানের চিঠি, যা লেখা আছে
মূলত দ্বিতীয় চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনের জন্য শি জিনপিং এখন আস্তানায় অবস্থান করছেন। তিনি বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব সংঘাত শান্ত করার জন্য সব পক্ষের কাজ করা উচিত। চীন এই অঞ্চলে “শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে গঠনমূলক ভূমিকা পালনের জন্য” সব পক্ষের সাথে কাজ করতে ইচ্ছুক বলেও জানান এই নেতা।

সূত্র : সিএনএন

 

Exit mobile version