অনলাইন ডেস্ক : অবরুদ্ধ গাজা ভূখণ্ডে খাদ্য সহায়তা পাওয়ার অপেক্ষায় দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তিনজন। গাজার স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটির উপকূলীয় আল-রশিদ স্ট্রিটে খাবারের জন্যে অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর হঠাৎই ইসরায়েলের সশস্ত্র বাহিনীর (আইডিএফ) কামানের গোলা আঘাত হানে। নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটির উত্তরাঞ্চলে ফিলিস্তিনিরা উপকূলীয় আল-রশিদ স্ট্রিটে জড়ো হন খাদ্য সহায়তা পেতে। সেখানকার অনেক বাসিন্দাই গত কয়েক সপ্তাহ অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছে। সেখানে আবর্জনার মাঝে শিশুদের খাবার খুঁজতে দেখা গেছে। বিভিন্ন দাতাগোষ্ঠী ও দেশের খাদ্য সহায়তার জন্য তারা মরিয়া হয়ে অপেক্ষা করছিলেন।

প্রতিবেদনে বলা হয়, গাজা শহরের দক্ষিণাংশে শেখ ইজলিন এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে আরও তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। ইসরায়েলি হামলাগুলো গাজার আশপাশের অন্যান্য এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী। যার ফলে আরও অনেক হতাহতের ঘটনা ঘটে।

এর আগে, মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার আবৌ হুলিতে নিহত হন ৫ ফিলিস্তিনি। এসময় আহত হন আরও ৩৪ জন।