অনলাইন ডেস্ক : গত ৮ই অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেল বি সি এস আয়োজিত ইসলামভীতি এবং জাতি বৈষম্য বিষয়ক আলোচনা সভা। অনুষ্ঠানের মূল বিষয় ছিল নর্থ আমিরিকায় ইসলাম ও বর্ণ বৈষম্যের অবস্থা, অভিজ্ঞতা এবং সমাজের ভিন্ন দেশীয় ও ভিন্ন ধর্মীয় সদস্যদের মধ্যে ইসলাম ও বর্ণ বৈষম্য সম্পর্কে ধারণা। অনুষ্ঠানের শুরুতে বি সি এস এর পক্ষ থেকে ইসলাম ভীতি ও জাতি বৈষম্য ভীতি, এর প্রভাব, সংবাদ মাধ্যমের ভূমিকা এবং সর্বসাধারণের করণীয় সম্পর্কে একটি সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়। এই আলোচনা অনুষ্ঠানটি কানাডা সরকার (Government of Canada) এর অর্থায়নে বি সি এস এর ‘পিস্ মেকার ইনিশিয়েটিভ’ (প্রজেক্ট পি আই) এর উদ্বোধনী অনুষ্ঠান ছিল। ২ বত্সর এর এই কার্যক্রমে ১৫ জন পিস্ মেকার এম্বাসেডরকে প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে জনসচেনতা বৃদ্ধির প্রশিক্ষণ মডিউল তৈরী করা হবে এবং এই মডিউল ব্যবহার করে আম্বাসাডরগণ পরবর্তীতে সাধারণ জনগণকে প্রশিক্ষণ দিবেন। এম্বাসেডর হবার উত্সাহী প্রার্থীগণ বিসিএস-এ যোগাযোগ করতে পারেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন। বক্তারা বিভিন্ন ঘটনা এবং গবেষণা তথ্যের মাধ্যমে তাঁদের বক্তব্য তুলে ধরেন। আলোচনার এক পর্যায়ে সকলে এক বাক্যে শিকার করেন যে, বিদেশীদের সম্বন্ধে অহেতুক ভয়, বর্ণ বৈষম্যসহ সব ধরণের বৈষম্যকে সম্পর্কে জানতে, চিনতে ও এর থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে এক যোগে আলোচনায় অংশগ্রহণ করতে হবে, জনগণের এই সম্পর্কে জ্ঞানের বিকাশ এবং এই ধরণের অনুষ্ঠানের মাধ্যমে জন সচেতনতা বাড়াতে হবে। অনুষ্ঠানে নীতি নির্ধারক নেতা, বিভিন্ন ধর্মীয় এবং বিভিন্ন জাতির প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিঠানের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ১৭ জন মনোনীত বক্তাসহ সর্বমোট ২০ জন বক্তার আলোচনায় অংশ গ্রহণ করেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে ১৪১ সদস্য উক্ত আলোচনা সভায় উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সার্বিকভাবে সাফল্য মন্ডিত করেন। এই কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ বি সি এস অফিসে করুন অথবা ইমেইল করুন nakter@bangladeshi.ca